সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৬, ১১:৫৬:১০

যেভাবে বাঘের সঙ্গে ১০ মিনিট লড়াই করে বাঁচলেন গোলাম বারী

যেভাবে বাঘের সঙ্গে ১০ মিনিট লড়াই করে বাঁচলেন গোলাম বারী

খুলনা : বাঘের সঙ্গে জেলের লড়াই! মাথা খারাপ হওয়া অবস্থা।  অসম্ভব সাহসিকতায় বাঘের আক্রমণ থেকে প্রাণে বাঁচেন তিনি।  

গোলাম বারী (৪০) নামে খুলনার এক জেলে ডান হাতে ক্ষত নিয়ে বেঁচে আছেন।  গোলাম বারী জানান, সোমবার দুপুরে তিনি সুন্দরবনের কাছিকাটা এলাকার ভাইজোড়া খালে মাছ ধরছিলেন।

‌‘এমন সময় একটি বাঘ তার ওপর আক্রমণ করে। বাঘটি তার ডানহাতে কামড় ধরে তাকে বনের মধ্যে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে।

এ সময় তিনি বাঁ হাত দিয়ে বাঘের গলা চেপে ধরেন। এতে বাঘটি তার ডান হাতে কামড় ছেড়ে দেয়।  পরে তিনি দুই হাত দিয়ে বাঘের গলা জোরে চেপে ধরেন।

প্রায় ১০ মিনিট বাঘের সঙ্গে গোলাম বারীর মধ্যে লড়াই চলে।  একপর্যায়ে বাঘটি হার মানে।  পরে শিকারিকে ছেড়ে চলে যায় বাঘ।

পরে তার সহকর্মী রবিউল, শফি মোড়ল, গোলাম রসুল তাকে আহতাবস্থায় উদ্ধার করে।  গোলাম বারী বর্তমানে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

বনবিভাগ কছিকাটা রেঞ্জের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা গণমাধ্যমের কাছে ঘটনার সত্যতা স্বীকার করেন।
১৯ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে