বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০১৬, ০৫:০৭:৪৭

বরিশালে লঞ্চডুবি, ১৩ জনের মৃতদেহ উদ্ধার

বরিশালে লঞ্চডুবি, ১৩ জনের মৃতদেহ উদ্ধার

বরিশাল : বরিশালের বানারীপাড়া উপজেলায় সন্ধ্যা নদীতে লঞ্চডুবির ঘটনা ঘটেছে।  এ ঘটনায় এক নারীসহ ১৩ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।  এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে ১৭ জন।

বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার সন্ধ্যা নদীর ভাঙনপাড়ে এ লঞ্চডুবির ঘটনা ঘটে।

ঘটনার পরপরই বানারীপাড়া ফায়ার সার্ভিসের ডুবুরিদল ও স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করেন বলে জানান বানারীপাড়া লঞ্চঘাটের টোল আদায়কারী শাজাহান।

তিনি জানান, সকাল সাড়ে ১০টার দিকে ইজারাদার লঞ্চঘাট থেকে ১৫ যাত্রী নিয়ে একটি লঞ্চ উজিরপুর হাবিবপুর যাচ্ছিল।  পথে চাখারের কালীরবাজার এলাকায় পৌঁছে ওই লঞ্চটি কয়েকজন যাত্রী নামিয়ে আরো প্রায় ১০-১৫ জন যাত্রী তুলে যাত্রা শুরু করেন।

লঞ্চটি দাসেরহাট বাজারে গিয়ে সন্ধ্যা নদীর ভাঙনপাড়ে দাঁড়ায়।  এসময় যাত্রী নামাতে গিয়ে নদী ভাঙন ও স্রোতের কারণে লঞ্চটি ডুবে যায়।  কয়েকজন যাত্রী সাঁতরে তীরে ওঠে আসে।  

দুর্ঘটনা কবলিত লঞ্চটির যাত্রী আলেয়া বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, লঞ্চটি প্রায় ২৫-৩০ জন যাত্রী নিয়ে ডুবে গেছে।  আমি সাঁতরে পাড়ে উঠলেও আমার স্বামী জয়নাল হাওলাদার এখনো নিখোঁজ রয়েছে।

বরিশাল বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, ঘটনার পর স্থানীয় ডুবুরি ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারকাজ শুরু করে। বরিশাল ফায়ার সার্ভিসের ডুবুরিদলও উদ্ধারকাজে যোগ দিয়েছে।

বানারীপাড়ার ওসি জিয়াউল আহসান জানান, নদী ভাঙন ও প্রচণ্ড স্রোতের কারণে লঞ্চডুবির ঘটনা ঘটেছে।  তাৎক্ষণিক নিখোঁজদের পরিচয় জানাতে পারেননি তিনি।
২১ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে