শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৬, ০১:১৭:১৮

৪২ বছর পর নানাবাড়িতে সেনাপ্রধান বেলাল ও মেয়র আনিসুল

৪২ বছর পর নানাবাড়িতে সেনাপ্রধান বেলাল ও মেয়র আনিসুল

আবদুল্লাহ আল-মামুন, ফেনী প্রতিনিধি : প্রায় ৪২ বছর পর নানার বাড়িতে বেড়াতে এলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক ও সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল আবু বেলাল মোহাম্মদ সফিউল হক।

শুক্রবার দুপুরে তারা সোনাগাজীর আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর গ্রামের মিয়াজি বাড়িতে গেলে তাদের দেখতে স্বজন ও এলাকাবাসীর ঢল নামে। এসময় তাদের সম্মানে মেজবানের আয়োজন করা হয়।

দুপুরে ওই গ্রামের মিয়াজি বাড়ির পারিবারিক মসজিদে জুম্মার নামাজ আদায় করেন তারা। পরে সংক্ষিপ্ত বক্তব্যে মেয়র আনিসুল শৈশবে নানাবাড়ির বিভিন্ন ঘটনার স্মৃতিচারণ করেন। তিনি জানান, ১৯৭৪ সালের পর তারা আর এ বাড়িতে আসেননি।

এসময় আরো উপস্থিত ছিলেন ফেনী-১ (ফুলগাজী-পরশুরাম-ছাগলনাইয়া) আসনের এমপি শিরিন আক্তার, ফেনী-২ আসনের এমপি ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, সংরক্ষিত মহিলা আসনের এমপি জাহান আরা বেগম সুরমা, প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল অফিসার ও কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, জেলা প্রশাসক মো. আমিন উল আহসান, পুলিশ সুপার রেজাউল হক পিপিএম, জেলা আওয়ামীলীগের সভাপতি ও ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রহমান বিকম, ফেনী পৌর মেয়র হাজী মো. আলাউদ্দিনসহ বিভিন্ন উপজেলা পরিষদ চেয়ারম্যান, পৌর মেয়র, কাউন্সিলরবৃন্দ, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ নানা শ্রেণীপেশার মানুষ।

পারিবারিকভাবে আয়োজিত মেজবানে যোগ দেন তাদের স্বজনসহ সহস্রাধিক মানুষ। পূর্ব-পশ্চিম

২৪ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে