রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৬, ০৮:৫৬:২২

ছাত্রীর সঙ্গে শিক্ষকের প্রেম করার খেসারত

ছাত্রীর সঙ্গে শিক্ষকের প্রেম করার খেসারত

ঝালকাঠি : ছাত্রীর সঙ্গে শিক্ষকের প্রেম করার খেসারত, ওই শিক্ষককে প্রতিষ্ঠান থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।  ঘটনাটি ঝালকাঠির রাজাপুরের বড়ইয়া ডিগ্রি কলেজের।

ওই ছাত্রীর অভিযোগে ওই কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক নীল কমল সানাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সূত্রে জানা গেছে, ওই শিক্ষক কলেজের দ্বাদশ শ্রেণির এক ছাত্রীর সাথে প্রেমে জড়িয়ে পড়েন।  এরপর তাদের দীর্ঘদিনের কথোপকথন মোবাইল ফোনে রেকর্ড করা হয়।  যে রেকর্ড ছিল ওই ছাত্রীর মোবাইলেও।

সম্প্রতি ওই ছাত্রী তার নিজ এলাকা পুটিয়াখালিতে একটি মোবাইলের দোকানে গান ডাউনলোড করতে গেলে শিক্ষার্থীর মেমোরিকার্ড থেকে দোকানের কর্মচারী ওই কথোপকথন কপি করে রাখেন।

এরপর ফোন রেকর্ড ওই কম্পিউটার থেকে সর্বত্র ছড়িয়ে পড়ে।  বিষয়টি কলেজ কর্তৃপক্ষ অবহিত হলে বড়ইয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মনিরউজ্জামান এ বিষয়টি কলেজ সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন।

এরপর গত ১৪ সেপ্টেম্বর একটি সভায় কলেজ অধ্যক্ষ ও সভাপতির উপস্থিতিতে ওই শিক্ষককে কারণ দর্শানোর নোটিস দেয়া হয়।  কলেজ শিক্ষক নোটিসের কোনো জবাব প্রদান না করায় গত ২১ সেপ্টেম্বর কলেজের নীতিনির্ধারণী পর্ষদ তাকে সাময়িকভাবে বরখাস্ত করে।  বিষয়টি প্রকাশ পায় আজ রোববার।

নাম প্রকাশ না করার শর্তে বড়ইয়া ডিগ্রি কলেজের এক প্রভাষক বলেন, যার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে তার কোনো বক্তব্য ছাড়াই ব্যবস্থা নেয়া হয়েছে। এটা অনৈতিক।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কলেজ সভাপতি শাহ মো. রফিকুল ইসলাম বলেন, স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে ওই শিক্ষককে শোকজ করে তার কাছে জবাব চাওয়া হয়েছিল।  কিন্তু সঠিক কোনো জবাব না দেয়ায় তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
২৫ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে