মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০১৫, ০৮:১৯:৪৮

আদালত চলাকালে ২ আইনজীবীর মারামারি

আদালত চলাকালে ২ আইনজীবীর মারামারি

খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত চলাকালীন দুই আইনজীবীর মধ্যে মারামারির ঘটনা ঘটেছে।  এ ঘটনা ঘটে নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফিন আখতার নূরের আদালতে।

মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনায় গুরুতর আহত আব্দুল মোমিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

উপস্থিত আইনজীবীরা জানান, দুপুরে আরেফিন আখতার নূরের আদালতে একটি মামলার সাক্ষ্যগ্রহণের সময় বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সুপাল চাকমা ও আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল মোমিনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে মারামারিতে রূপ নেয়।  এ সময় আব্দুল মোমিনের ব্যবহৃত চশমার কাচ ভেঙে যায় ও বাম চোখে গুরুতর জখম হয়।

পরে এজলাসে উপস্থিত লোকজন আব্দুল মোমিনকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যান।  সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর তাকে চট্টগ্রাম মেডক্যেিল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

খাগড়াছড়ি হাসপাতালের চিকিৎসক ডা. মোশাররফ হোসেন গণমাধ্যমকে জানান, আহত আইনজীবী আবদুল মোমিনের চোখে গুরুতর জখম হয়েছে। মাথায়ও আঘাত পেয়েছেন তিনি।  তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চমেকে পাঠানো হয়েছে।

খবর পেয়ে গুরুতর আহত আবদুল মোমিনকে হাসপাতালে দেখতে যান বার অ্যাসোসিয়েশনের সিনিয়র আইনজীবী, আইনজীবী সহকারী ও খাগড়াছড়ি পৌর মেয়র রফিকুল আলমসহ অন্যরা।

খাগড়াছড়ি বার অ্যাসোসিয়েশনের সদস্য সচিব অ্যাডভোকেট আবুল হোসেন জানান, ঘটনাটি দুঃখজনক।  বার অ্যাসোসিয়েশন জরুরি বৈঠক করে পরবর্তী পদক্ষেপ নেবে বলে জানান তিনি।
৬ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে