বৃহস্পতিবার, ০৩ নভেম্বর, ২০১৬, ১১:১৭:১১

নিখোঁজের একমাস পর যেভাবে বাড়ি ফিরলো ৫ শিশু

নিখোঁজের একমাস পর যেভাবে বাড়ি ফিরলো ৫ শিশু

নেত্রকোনা : নিখোঁজের একমাস পর নিজ বাড়িতে ফিরেছে ৫ শিশু। গত ১ অক্টোবর থেকে নিখোঁজ থাকার একমাস পর বুধবার তারা নিজ নিজ বাড়িতে এসে হাজির হয়।

নেত্রকোনার পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ এলাকার মহিষবেড় গ্রামের এই ৫ শিশু স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে আর বাড়ি ফিরে আসেনি। পরবর্তীতে অভিভাবকরা শিশুদের খোঁজ না পেয়ে গত ৬ অক্টোবর বিকালে পূর্বধলা থানায় পৃথক পৃথক জিডি করেন।

ফিরে আসা শিশুরা হচ্ছে- উপজেলার গোয়ালাকান্দা ইউনিয়নের মহিষবেড় গ্রামের তালিমাত-ই-ইসলামিয়া দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র মো. বেলাল হোসেন, একই মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র নয়ন মিয়া, জালশুকা কুমোদগঞ্জ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র রফিকুল ইসলাম, একই স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র মো. আরিফুল ইসলাম ও হৃদয় মিয়া।

এ ব্যাপারে সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ছানোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তারা ঢাকার একটি হোটেলে বয় হিসেবে কাজ করে বুধবার নিজ নিজ বাড়িতে ফিরে আসে।

০৩ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে