রবিবার, ০৬ নভেম্বর, ২০১৬, ০৮:৫২:৩৬

দিনাজপুরে মেছো বাঘের কামড়ে আহত কমপক্ষে ৫০

দিনাজপুরে মেছো বাঘের কামড়ে আহত কমপক্ষে ৫০

মোঃ আরিফ জাওয়াদ, দিনাজপুর থেকে: ভারত থেকে আসা মেছো বাঘের কামড়ে দিনাজপুর সদর উপজেলার ৪ টি ইউনিয়নের কমপক্ষে ৫০ জন আহত হয়েছে। রাতের ঘুম হারাম করে পালা করে গ্রাম পাহারা দিচ্ছে আতঙ্কিত জনতা। এ দিকে বাঘ ধরতে গ্রামে গ্রামে ফাঁদ হিসাবে খাচা স্থাপন করেছে বন বিভাগ।

খাঁচার ভেতরে ছাগল, মুরগী দিয়ে দরজায় রশি বেধে দরজা খুলে রেধে রশি ধরে দুরে বসে রয়েছে মানুষ। ক্ষুদার্থ বাঘ খাঁচার ভেতরে খেতে ঢুকলেই রশি টান দিবেন, বাঘ শিকার করা হবে বলে জানায় জেলার সদর উপজেলার করিমুল্লাহপুর গ্রামের সহিদুর রহমানের স্ত্রী নুরজাহান বেগম।

জানা যায়, ৭/৮ দিন আগে ভারত থেকে আসা মেছো বাঘ প্রথমে সীমান্তবর্তী ১০ নং কমলপুর ইউনিয়নে প্রবেশ করে ; পরবর্তীতে ওই এলাকায় প্রায় ১৫ জনকে আহত করে। সেই নেকড়ে বাঘ ৭ নং উথরাইল, ৮ নং শংকরপুর ৯ নং আশকরপুর থেকে উলিপুর হয়ে আউলিয়াপুর ইউনিয়নের লাল দিঘী এলাকায় প্রথম আসে গত ৩ দিন আগে।

সেখানে ক্ষেতে ধান ও ঘাস কাটতে যাওয়া কয়েকজনকে আহত করে। স্থানীয়রা বলেছেন বাঘের কামড়ে কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে এখন পর্যন্ত ২৪ জন দিনাজপুর জেনারেল হাসপাতালে এন্টিরেভিস বা জলাতংক প্রতিরোধক ভ্যাকসিন নিয়েছেন, বলে জানা যায়।

দিনাজপুর কোতোয়ালী থানার ওসি রেদওয়ানুর রহিম জানান, পুলিশ ঐ এলাকায় কয়েক দফায় গিয়ে কোন বাঘ দেখতে পাননি। তবে খোজ খবর রাখা হচ্ছে।

এ দিকে বন বিভাগের কর্মকর্তা একেএম আব্দুস সালাম তুহিন জানান, গ্রামবাসীর বর্ণনামতে এটি বাগদাস প্রজাতির হতে পারে। জন্তুগুলোতে আটক করতে ফাঁদ বসানো হয়েছে ; শীঘ্রই আটক করা যাবে বলে জানান তিনি।
০৬ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে