রবিবার, ২০ নভেম্বর, ২০১৬, ১২:১৪:৩৬

হাসপাতাল ভবনে ফাটল, আতঙ্কে রোগীরা

হাসপাতাল ভবনে ফাটল, আতঙ্কে রোগীরা

ময়মনসিংহ : ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের (মমেক) পুরাতন ভবনের ৭টি ওয়ার্ডে একাধিক ফাটল দেখা দিয়েছে। আতঙ্কে ফাটলধরা ওয়ার্ডগুলোর প্রায় ৪০০ রোগী বারান্দায় আশ্রয় নিয়েছে।

হাসপাতালের সহকারী পরিচালক (অর্থ) লক্ষ্মী নারায়ণ ফাটলের বিষয়টি স্বীকার করে জানান, ‘হাসপাতালের ৪, ৭ ও ১৪ নং ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন প্রায় সাড়ে ৪০০ রোগী। ১৯৬০ সালে নির্মিত পুরাতন ভবনের এসব ওয়ার্ড দীর্ঘদিন ধরেই জরাজীর্ণ হয়ে আছে। বারান্দায় আশ্রয় নেওয়া রোগীদের রবিবারই  হাসপাতালের ৫’শ শয্যার নতুন ভবনে স্থানান্তর করা হবে।’

তিনি আরও জানান, হাসপাতালের ৫, ৬, ১৫ ও ১৬ নম্বর ওয়ার্ডে সংস্কার কাজ চলছে। ৪ ওয়ার্ডের সংস্কার কাজ শেষ হওয়ার পরই হঠাৎ করে ফাটল দেখা দেয়। শিগগিরই ৪, ৭ ও ১৪ নম্বর ওয়ার্ডের সংস্কার কাজ আবার শুরু হবে।

হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার রাতে হঠাৎ করে বিভিন্ন ওয়ার্ডে ফাটল দেখা দেওয়ায় রোগীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। শনিবার সকালে ওই সব ওয়ার্ডের রোগীদের বারান্দায় বের করে আনা হয়।

তবে বারান্দায় ঠাঁই নেওয়া রোগীদের স্বজন দূর্গাপুরের ইসমত আরা, কিশোরগঞ্জের নাজমুল ও ফুলপুরের রিয়াজুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত থেকেই তারা ফাটল-আতঙ্কে হাসপাতালের বারান্দায় ঠাঁই নিয়েছেন। শীতে প্রচণ্ড কষ্ট হচ্ছে রোগীদের। -বাংলা ট্রিবিউন।
২০ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে