সোমবার, ২৮ নভেম্বর, ২০১৬, ০৯:৩১:৫৭

দাফনের ২ মাস ৮ দিন পর ছেলেকে জীবিত উদ্ধার!

দাফনের ২ মাস ৮ দিন পর ছেলেকে জীবিত উদ্ধার!

মাগুরা থেকে : পারিবারিক কলহের জের ধরে বাড়ি থেকে পালিয়ে যাওয়া ছেলেকে দাফনের ২ মাস ৮ দিন পর জীবিত ফিরে পেয়েছেন বাবা-মা। হুমায়ন কবির নামের ওই যুবকের জীবিত ফিরে আসা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে মাগুরা সদর উপজেলার ইছাখাদা গ্রামে।

জানা যায়, নিখোঁজের ১০ দিন পর পাশের জেলা ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হাটফাজিলপুর গ্রামের মাঠ থেকে এক যুবকের গলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিজেদের সন্তান দাবি করে ওই মরদেহ বাড়িতে নিয়ে যায় হুমায়নের পরিবার। ধর্মীয় রীতিতে তাকে দাফন করা হয় পারিবারিক কবরস্থানে। এরপর ছেলের জন্য মিলাদ মাহফিলের আয়োজন করে পরিবার।

একই সঙ্গে পাড়ায় পাড়ায় পোস্টার আর ব্যানার ছাপিয়ে ছেলের হত্যাকারীদের বিচারের দাবি জানান বাবা-মা। হত্যাকারীদের গ্রেফতারে দাবিতে সেই সময় মানববন্ধনও করা হয়। এমনকি চারজনকে আসামি করে দর্জি হুমায়ন কবিরের বাবা থানায় হত্যা মামলা করেন। মামলার পর তদন্ত শুরু করলে একপর্যায়ে পুলিশ জানতে পারে হুমায়নের বেঁচে থাকার তথ্য।

সেই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সোমবার সন্ধ্যায় যশোর থেকে উদ্ধার করা হয় ২ মাস ৮ দিন আগে দাফন করা দর্জি হুমায়নকে! ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২০ সেপ্টেম্বর শৈলকুপা থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় হুমায়নের বাবা আকমল হোসেন বাদী হয়ে শৈলকুপা থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্তকালে হুমায়ন বেঁচে আছেন এমন তথ্য পায় পুলিশ।

এরপর বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। কিন্তু তার সন্ধান মিলেনি। অবশেষে সোমবার বিকেলে পুলিশ অভিযান চালিয়ে যশোরের একটি দর্জি দোকান থেকে হুমায়নকে উদ্ধার করে। সন্ধ্যায় তার বাবা-মা ও স্থানীয় দুই জনপ্রতিনিধির কাছে হুমায়নকে হস্তান্তর করা হয়েছে।

২৮ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে