বৃহস্পতিবার, ০১ ডিসেম্বর, ২০১৬, ১১:৪২:৫১

৩০ বছর পর পদ্মায় জেলের জালে মিলল কুমির, দেখতে শত শত মানুষের ভীর

৩০ বছর পর পদ্মায় জেলের জালে মিলল কুমির, দেখতে শত শত মানুষের ভীর

নাটোর : প্রায় ৩০ বছর পর নাটোরের লালপুরের পদ্মা নদীতে পাঁচ ফুট দৈঘ্যের একটি কুমির ধরা পড়েছে। বুধবার সকালে স্থানীয় এক জেলের জালে কুমিরটি ধরা পড়ে। কুমিরটি দেখতে ভীড় করে এলাকার শত শত মানুষ।

উপজেলার বিলমারিয়া ইউনিয়নের নাগশোষ গ্রামের ফজর আলী সরদারের ছেলে আনারুল জানান, প্রতিদিনের মত তিনি বুধবার সকালেও বিলমাড়িয়া পদ্মা নদীতে জাল দিয়ে মাছ ধরতে যান। এ সময় তার জালে আটকা পড়ে পাঁচ ফুট লম্বা একটি কুমির। পরে স্থানীয়দের সহযোগিতায় কুমিরটি উদ্ধার করে পার্শ্ববর্তী পুকুরে রেখে উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়।

এলাকাবাসীদের দাবি, এই বছর ফারাক্কার গেট খুলে দেওয়ায় দীর্ঘ দিন পর পদ্মা নদীতে পানির স্রোত দেখা দিয়েছে। এই স্রোতের কারণেই কুমিরটি ভেসে এসেছে। দুই বছর আগে পদ্মা নদীতে অন্য এক জেলের জালে একটি ঘড়িয়াল ধরা পড়েছিল। কিন্তু এবার দীর্ঘ ৩০ বছর পর কুমির ধরা পড়ল বলে দাবি করেন তারা।

লালপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার আবু তাহির, ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ওবায়েদ ঘটনাস্থল পরির্দশন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম জানান, রাজশাহী বন্য প্রাণি ও প্রকৃত সংরক্ষণ বিভাগকে খবর দেওয়া হয়েছে।
০১ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে