মঙ্গলবার, ০৬ ডিসেম্বর, ২০১৬, ০৯:০০:৫৪

ছেলের অকাল মৃত্যুতে মূর্ছা যাচ্ছেন শাকিলের বাবা-মা

ছেলের অকাল মৃত্যুতে মূর্ছা যাচ্ছেন শাকিলের বাবা-মা

ময়মনসিংহ থেকে : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের আকস্মিক মৃত্যুতে ময়মনসিংহে তার পরিবার, আওয়ামী লীগ সহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। পুত্রের মৃত্যুর খবর শুনে বাকরুদ্ধ ও শোকে কাতর হয়ে পড়েছেন পিতা ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জহিরুল হক খোকা।
 
পুত্রের এ অকাল মৃত্যুতে থেমে থেমেই হাও-মাও করে বারবার কেঁদে উঠছেন অসুস্থ পিতা ও বারবার মূর্ছা যাচ্ছিলেন বয়োবৃদ্ধা মা মোছা. নুরুন্নাহার খান। তাদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে। সন্তানের এমন অকাল মৃত্যু যেন মেনে নিতে পারছেনা ঐ পরিবারের সদস্যরা। কান্নায় ভেঙ্গে পড়েন আত্মীয়-স্বজন, দলীয় লোকজন ও এলাকাবাসী। পুরো শহর জুড়ে যেন শোকের মাতম বিরাজ করছে। প্রিয় মানুষটির এমন আকস্মিক মৃত্যু যেন কেউই মেনে নিতে পারছেন না।
 
এদিকে শাকিলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মঙ্গলবার বিকেলে শহরের বাঘমারা রোডের বাসায় ভিড় জমান সর্বস্তরের হাজারো মানুষ। ছুটে যান ধর্মমন্ত্রী আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান, বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন, ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, জেলা প্রশাসক খলিলুর রহমান, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, হারুন অর রশীদ, পৌর মেয়র ইকরামুল হক টিটুসহ আওয়ামীলীগ, যুবলীগ. ছাত্রলীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ। মাহবুবুল হক শাকিলের আকস্মিক ও অকাল মৃত্যুতে পরিবারের সকল সদস্যদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান ধর্মমন্ত্রী আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান।

মাহবুবুল হক শাকিলের মৃতদেহ রাজধানীর বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। সকাল ৮ টায় ঢাকা মেডিকেল কলেজে লাশের ময়নতদন্ত শেষে ১১ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর কার্যালয়েও তার একটি জানাজা হতে পারে বলে জানিয়েছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ। এরপর তার গ্রামের বাড়ি ময়মনসিংহের গফরগাঁয়ে নিয়ে যাওয়া হবে।

ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মাহাবুবুল হক শাকিল যুগ্মসচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (মিডিয়া) হিসেবে কাজ করছিলেন।

মাহবুবুল হক শাকিলের বাড়ি ময়মনসিংহের গফরগাঁওয়ে। তার বাবা জেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জহিরুল হক খোকা। শাকিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। আইনজীবী স্ত্রী ও শাকিলের সংসারে একটি মেয়ে সন্তান রয়েছে।

৬ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে