বৃহস্পতিবার, ০৮ ডিসেম্বর, ২০১৬, ০৩:৫৬:৫৬

বিভাগ উন্নয়ন ফি বাতিলের দাবিতে ব্যাংক অবরোধ

বিভাগ উন্নয়ন ফি বাতিলের দাবিতে ব্যাংক অবরোধ

আরিফুল ইসলাম আরিফ,জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে  (জাবি) বিভাগ উন্নয়ন ফি বাতিলের দাবিতে  বিশ^বিদ্যালয়ে অবস্থিত অগ্রণী ব্যাংক অবরোধ করেছে বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল ছাত্রজোট। বৃহস্পতিবার (০৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে এ অবরোধ কর্মসূচি শুরু করে আন্দোলনকারী শিক্ষার্থীরা।

এদিকে বৃহস্পতিবার (০৮ ডিসেম্বর) থেকে শুরু হয়েছে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ১ম বর্ষ ¯œাতক (সম্মান) শ্রেণীর ভর্তি কার্যক্রম। কিস্তু এ অবরোধের কারণে এখন পর্যন্ত ব্যাংকের কোন কর্মকর্তা-কর্মচারী ভেতরে প্রবেশ করতে পারেনি। ফলে বন্ধ হয়ে আছে ভর্তি ও ব্যাংকের অন্যান্য লেনদেন। এতে করে চরম ভোগান্তিতে পড়েছে দূর-দূরান্ত থেকে আসা ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অবিভাবকবৃন্দ।
তবে কয়েকজন অবিভাবকের সাথে কথা বলে জানা যায়, তারাও এ ‘বিভাগ উন্নযন ফি’ নামক অতিরিক্ত টাকা দিতে নারাজ। তাই তারা আজকের এ যুগান্তকারী আন্দলনকে স্বাগত জানান।

আন্দোলনের বিষয়ে প্রগতিশীল ছাত্রজোটের নেতা সুস্মিতা মরিয়ম  বলেন, প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের কাছে থেকে ভর্তি ফি আদায় ছাড়াও বিভাগ উন্নয়নের অজুহাতে অতিরিক্ত ফি আদায় করা হচ্ছে। অর্থ নিয়ে কোনো প্রাপ্তি স্বীকার রশিদও দেওয়া হচ্ছে না। তাই বিভাগ উন্নয়ন ফি প্রতি বছর যে যার মতো করে বাড়িয়েই চলেছে। তিনি আরও বলেন,শিক্ষা মানুষের  মৌলিক অধিকার। কিন্তু বর্তমানে বিভিন্ন কৌশলে শিক্ষাকে বাণিজ্যিকীকরণের অপচেষ্টা চালানো হচ্ছে। এর প্রতিবাদে আমরা ব্যাংক অবরোধ করেছি।
এদিকে ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মোহাম্মদ আলী ও প্রক্টরিয়াল বডির কয়েকজন সদস্য এসে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেছেন। অবরোধ তুলে নিয়ে আলোচনারও আহ্বান জানিয়েছেন তারা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত প্রগতিশীল ছাত্রজোটের নেতাদের সাথে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে আলোচনা চলছে বলে জানান আন্দোলনে অংশগ্রহনকারী জাবি শাখা ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক সুস্মিতা মরিয়ম।
৮ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে