মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০১৬, ০৮:১২:০৪

গাছের ডালে অদ্ভূত প্রাণী দেখে নাটোরে তোলপাড়!

গাছের ডালে অদ্ভূত প্রাণী দেখে নাটোরে তোলপাড়!

নাটোর : সাধারণত গ্রামের মানুষ যেসব প্রাণী দেখে অভ্যস্ত, সেই গ্রামবাসী যদি অদ্ভূত আকারের কোন অচেনা প্রাণী দেখে তাহলে কৌতুলহল সৃষ্টি হবে সেটাই স্বাভাবিক। এমনই এক ঘটনা ঘটলো ডাঙ্গাপাড়া গ্রামে। আর তাতেই তোলপাড়!

নাটোরে বড় আকারের একটি বনবিড়ালের দেখা মিলেছে। সোমবার সকাল থেকে সদর উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের একটি মেহগনি গাছের ডালে বসে থাকতে দেখা যায় তাকে। বনবিড়ালটি গাছের মগডালে উঠে বসে ছিল।

খবর পেয়ে প্রাণিটি দেখতে মেহগনি বাগানে ভিড় করে আশেপাশের গ্রামের মানুষ। প্রথমে বিড়ালটিকে চিনতে পারেনি এলাকাবাসী। মানুষের ভিড় সামলাতে বাগানে পুলিশ মোতায়েন করা হয়। সেখানে যান নাটোর বন বিভাগের কর্মকর্তারা।

পরে রাজশাহী থেকে বন্যপ্রাণী পরিদর্শক মনিরুল ইসলামের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে গিয়ে এটিকে বনবিড়াল হিসেবে চিহ্নিত করেন। এটি ক্ষতিকর কোন প্রাণী নয় বলে মানুষজনকে সেখান থেকে সরিয়ে দেন তারা।
২৭ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে