রবিবার, ০১ জানুয়ারী, ২০১৭, ১১:৪৩:১২

এমপি লিটনের ময়নাতদন্ত শেষে যা জানালেন চিকিৎসক

এমপি লিটনের ময়নাতদন্ত শেষে যা জানালেন চিকিৎসক

রংপুর: এমপি মনজুরুল ইসলাম লিটনের মৃতদেহে পাঁচটি গুলির চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছেন ময়নাতদন্ত দলের প্রধান রমেকের অধ্যক্ষ ডা. অনিমেষ মজুমদার।

রবিবার সকালে রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে তিন সদস্যের চিকিৎসক প্রতিনিধিদল সুরতহাল ও ময়নাতদন্ত সম্পন্ন করেন।

ডা. অনিমেষ মজুমদার বলেন, ‘এমপি লিটনের শরীরে পাঁচটি গুলি লেগেছিল। এর মধ্যে বুকে দুটি, পিঠে একটি ও হাতে দুটি’।

তিনি আরো বলেন, ‘তার ফুসফুস, লিভার ও কিডনি জখম হয়েছিল। আমরা মৃতদেহ থেকে একটি গুলি বের করেছি। ময়নাতদন্ত শেষে মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে’।

এর আগে,  শনিবার সন্ধ্যায় মোটরসাইকেলে করে চার যুবক দেখা করার কথা বলে এমপি লিটনের সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের শাহবাজ গ্রামের নিজ বাড়িতে প্রবেশ করে। এ সময় এমপিকে লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ড গুলি করে মোটরসাইকেলে পালিয়ে যায়। এমপিকে গুরুতর অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা দ্রুত তাকে অপারেশন থিয়েটারে নেন। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।
০১ জানুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে