মঙ্গলবার, ০৩ জানুয়ারী, ২০১৭, ০৫:৩১:৩৫

গুলশানে ডিসিসি মার্কেটে ভয়াবহ আগুন

গুলশানে ডিসিসি মার্কেটে ভয়াবহ আগুন

নিউজ ডেস্ক: রাজধানীর গুলশান-১ এর ডিসিসি মার্কেটে আগুন লেগেছে। মঙ্গলবার রাত আড়াইটার দিকে মার্কেটে আগুন লাগে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে। তবে আগুন লাগার কারণ তাৎক্ষণিক ভাবে জানা যায়নি। ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট সেখানে আগুন নেভানোর কাজ করছে। ভোর ৫টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা পলাশ মোদক বলেন, খবর পেয়ে তারা কাজ শুরু করেছেন। তবে ৫টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মার্কেটের কাঁচা বাজার অংশটি ক্ষতিগ্রস্ত হয়েছে বেশি। এই অংশের ভবনের কিছু জায়গা ধসেও পড়েছে। এ পুরো মার্কেটই ধোয়ায় আচ্ছন্ন হয়ে আছে।

ডিসিসির এই মার্কেটে প্রায় দেড় হাজার দোকান আছে বলে সেখানকার কয়েকজন মালিক জানিয়েছেন। আগুন লাগার খবর পাওয়ার পর বহু দোকান মালিক ও কর্মচারীরা ডিসিসি মার্কেটের সামনে ভিড় করেছেন। প্রায় আড়াই ঘন্টায়ও আগুন নিয়ন্ত্রণে না আসায় তাদের​ অনেককে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে।-প্রথম আলো

০৩ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে