শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০১৭, ০৯:৫৮:১২

বিক্ষোভের পর সেই ওসিকে প্রত্যাহার

বিক্ষোভের পর সেই ওসিকে প্রত্যাহার

কুষ্টিয়া : কুষ্টিয়ার মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দিন আহম্মেদকে প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে মিরপুর থানা থেকে খুলনা ডিআইজির কার্যালয়ে প্রত্যাহার করা হয়।

এর আগে বুধবার আওয়ামী লীগ নেতা লুৎফর রহমান সাবু হত্যার ঘটনায় তাকে প্রত্যাহার করা হয়।

রাতে কুষ্টিয়ার পুলিশ সুপার প্রলয় চিসিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার দুপুরে মিরপুর উপজেলার আমবাড়ীয়ায় আয়ামী লীগ নেতা লুৎফর রহমান সাবু হত্যাকাণ্ড এবং এর পরবর্তী সহিংসতার কারণে তাকে মিরপুর থানা থেকে প্রত্যাহার করা হয়েছে।

বুধবার দুপুরে জাসদ গণবাহিনীর সন্ত্রাসীরা উপজেলার আমবাড়িয়া গোরস্থানের সামনে আওয়ামী লীগ নেতা সাবুকে প্রকাশ্যে কুপিয়ে ও গুলি করে হত্যা করে।
 
এরপর থেকে মিরপুর থানার ওসি কাজী জালাল উদ্দিন আহম্মেদের প্রত্যাহারের দাবিতে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ বিক্ষোভ সমাবেশসহ রোববার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেন।
১৩ জানুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে