শনিবার, ১৪ জানুয়ারী, ২০১৭, ০৮:৩৭:১৩

ছেলের মৃত্যুর খবর শুনে মারা গেলেন মা

ছেলের মৃত্যুর খবর শুনে মারা গেলেন মা

নেত্রকোনা থেকে : মায়ের নাড়ি ছেড়া ধন সন্তান। হ্যাঁ আমরা পুরুষরা আজ যতই নিজের পুরুষত্ব নিয়ে গর্ব করি না কেন? স্বীকার করতে হবে একজন নারীর গর্বের নাড়ি থেকে আমাদের শরীরের উৎপত্তি। সেই নারীই হয় মা। তাই সন্তানের প্রতি মায়েরই বেশি টান থাকে।

দশ মাস দশ দিন গর্বে রাখার পর প্রসব যন্ত্রণা সহ্য করে যে মা তার সন্তান জন্ম দেন, লালন-পালন করেন, সেই মা যদি শোনে তার সন্তান মারা গেছে তাহলে সেই মাকে কি বলে সান্তনা দেওয়া যায়?

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় তেমনই একটি ঘটনা ঘটেছে। সড়ক দুর্ঘটনায় জয়নাল মিয়া (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। আর সেই খবর শুনে তার মা মরিয়ম আক্তারও (৬৫) মারা গেছেন।

শনিবার সকালে উপজেলার সান্দিকোণা ইউনিয়নের টিপরা গ্রামে হৃদয়বিদারক এই ঘটনা ঘটে। জানা গেছে, কেন্দুয়া-আঠারবাড়ি সড়কের ফেনেরগাতী মোড়ে শুক্রবার বিকাল থেকে রাতব্যাপী এক ইসলামী সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় টিপরা গ্রামের মৃত এলাই বক্সের ছেলে জয়নাল মিয়া খাদ্যপণ্যের দোকান নিয়ে বসেন।

সন্ধ্যার দিকে দোকানের ক্রেতাদের জন্য খাবার পানি সরবরাহ করতে রাস্তা পার হওয়ার সময় একটি সিএনজিচালিত অটোরিকশা জয়নালকে ধাক্কা দেয়। এতে তিনি মারাত্মক আহত হন। পরে স্থানীয়রা জয়নালকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

জয়নালের অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তিনি মারা যান। এদিকে ছেলে জয়নালের মৃত্যু সংবাদ শুনে হৃদরোগে আক্রান্ত হয়ে মা মরিয়ম আক্তারও মারা যান।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম মা ও ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
১৪ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে