শুক্রবার, ২০ জানুয়ারী, ২০১৭, ০৯:৪৯:৫০

আম বয়ান দিয়ে শুরু হলো বিশ্ব ইজতেমা, তুরাগ তীরে মুসল্লিদের ঢল

আম বয়ান দিয়ে শুরু হলো বিশ্ব ইজতেমা, তুরাগ তীরে মুসল্লিদের ঢল

গাজীপুর : ভোরে আলো ফুটলেই আম বয়ানের মধ্য দিয়ে তুরাগতীরে শুরু হয়েছে তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। ইতোমধ্যে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে সমবেত হয়েছেন লাখো মুসল্লি। আগামী রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ২০১৭ সালের ৫২তম বিশ্ব ইজতেমা শেষ হবে।

শুক্রবার সকালে আম বয়ানের পর কয়েক লাখ মানুষ সমবেত হয়ে পবিত্র জুমার নামাজ আদায় করবেন। এতে অংশ নেবেন দেশি বিদেশি ধর্মপ্রাণ মানুষ। আগামী রোববার বেলা ১১টা থেকে পৌনে ১২টার মধ্যে যেকোনো সময় আখেরি মোনাজাত শুরু হওয়ার কথা রয়েছে।

বিশ্ব ইজতেমার মুরুব্বি মাওলানা গিয়াস উদ্দিন জানান, বুধ ও বৃহস্পতিবার থেকে ১৬টি জেলার মুসল্লিরা নিজ নিজ খিত্তায় গিয়ে অবস্থান গ্রহণ করেছেন। টঙ্গী ইজতেমা মাঠে সুবিশাল চটের তৈরি প্যান্ডেলের নিচে দেশি-বিদেশি ধর্মপ্রাণ মুসল্লিদের আগমন বেড়েই চলেছে।

দ্বিতীয় পর্বে রাজধানী ঢাকাসহ যেসব জেলার মুসল্লি অংশ নেবেন তারা হলেন- চাঁদপুর, নোয়াখালী, পাবনা, নওগাঁ, কিশোরগঞ্জ, কক্সবাজার, বাগেরহাট, কুষ্টিয়া, বরগুনা, বরিশাল, হবিগঞ্জ, মুন্সীগঞ্জ, রাজবাড়ী, মেহেরপুর, লালমনিরহাট ও দিনাজপুর।

টঙ্গী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বেও পাঁচস্তরের নিরাপত্তাবলয়ে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ১০ হাজার সদস্য দায়িত্ব পালন করবেন।

প্রথম পর্বের তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমা গত ১৩ জানুয়ারি শুক্রবার শুরু হয়ে ১৫ জানুয়ারি রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়। এরপর ১৬ জানুয়ারি থেকে ১৯ জানুয়ারি একটানা চারদিন বিরতি থাকে।
২০ জানুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে