শুক্রবার, ২০ জানুয়ারী, ২০১৭, ১১:৫৯:৩৯

সাবেক পাক গভর্নর মোনায়েম খানের মেয়ের স্কুলটি যে কারণে বন্ধ করে দেয়া হচ্ছে

সাবেক পাক গভর্নর মোনায়েম খানের মেয়ের স্কুলটি যে কারণে বন্ধ করে দেয়া হচ্ছে

মুরাদ হুসাইন : পাকিস্তানের পতাকা উত্তোলন, সে দেশের কারিকুলাম অনুসরণ ও জঙ্গি উস্কানির অভিযোগের প্রমাণ মিলেছে ময়মনসিংহের অন্বেষা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে। এসব অপরাধের প্রেক্ষিতে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়।

জানা গেছে, পাকিস্তানের সাবেক গভর্নর মোনায়েম খানের মেয়ে নাসরিন খান এই স্কুলটি প্রতিষ্ঠা করেন। তিনি সম্প্রতি জঙ্গি হামলায় নিহত হয়েছেন। মূলত পাকিস্তানের আদর্শে শিক্ষার্থীদের গড়ে তুলতে স্কুলটি গড়ে তোলা হয়। এ কারণে পাকিস্তানের পতাকা উত্তোলন, সে দেশের কারিকুলামের সমন্বয়ে সিলেবাস প্রণয়নসহ নানাভাবে শিক্ষার্থীদের জঙ্গি উসকানি দেয়া হয়ে থাকে স্কুলটিতে।

এছাড়াও অন্বেষা ইন্টারন্যাশনাল স্কুলের নানা অনুষ্ঠানে পাকিস্তানের বিশেষ ব্যক্তিদের অতিথি করা হয়। বিষয়গুলো শিক্ষা মন্ত্রণালয়ের নজরে আসে। এরপর ময়মনসিংহের জেলা প্রশাসকের সমন্বয়ে তা খতিয়ে দেখতে নির্দেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়। তদন্তে সব অভিযোগের সত্যতা পাওয়া যায়। এর পরে স্কুলটি বন্ধ করতে নীতিগত সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এই স্কুলের নানা অভিযোগ নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে একটি ফাইল তৈরি করা হয়েছে। ফাইলে অন্বেষা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের সব অভিযোগের প্রমাণ নথিবন্ধ রয়েছে। এছাড়া গত ১৫ বছর থেকে এ স্কুলের কার্যক্রম পরিচালিত হলেও তাদের বৈধ অনুমোদন নেই। এসব গুরুতর অপরাধের শাস্তি হিসেবে পাকিস্তানের সাবেক গভর্নরের মেয়ের স্কুলটি বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিদ্যালয় শাখার উপ-সচিব ছালমা জাহান সাক্ষরিত ১৬ ডিসেম্বর ময়মনসিংহ জেলা প্রশাসকের বরাবর একটি চিঠি পাঠানো হয়েছে।

জেলা প্রশাসক বরাবর চিঠিতে উল্লেখ করা হয়েছে, সুনির্দিষ্ট অপরাধের ভিত্তিতে এই স্কুলের সকল কার্যক্রম বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তাই দ্রুত স্কুলটির সকল কার্যক্রম বন্ধ করে দিয়ে শিক্ষার্থীদের পাশের কোন স্কুলে স্থানান্তর করার নির্দেশ দেয়া হল।

বিষয়টির সত্যতা স্বীকার করে উপ-সচিব সালমা জাহান বলেন, স্কুলটির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে আমরা জেলা প্রশাসকের মাধ্যমে তদন্ত করে তার সত্যতা পেয়েছি। এ কারণে স্কুলের সকল কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ইতোমধ্যে আমরা জেলা প্রশাসক বরাবর নির্দেশনা পাঠিয়ে দিয়েছি। তিনি এ বিষয়ে ব্যবস্থা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়কে অবগত করবেন। -জাগো নিউজ।
২০ জানুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে