শনিবার, ২১ জানুয়ারী, ২০১৭, ১০:৩৬:৪০

‘প্রাণপ্রিয় স্বামীকে ডিভোর্স দিয়ে সাজানো সংসার ছেড়ে এসেছি’

‘প্রাণপ্রিয় স্বামীকে ডিভোর্স দিয়ে সাজানো সংসার ছেড়ে এসেছি’

নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনার পরই আলোচনায় আসে ফাঁসির দণ্ডপ্রাপ্ত নূর হোসেনের এক সময়কার আলোচিত ও ‘প্রভাবশালী’ বান্ধবী সাবেক মহিলা কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস নীলার নাম। একই সাথে মুখে মুখে উচ্চারিত হতে থাকে তার একাধিক স্ত্রীর নামও। অনেকের মনে প্রশ্ন— এক সময়কার ‘ক্ষমতাধর’ সেই তথাকথিত স্ত্রী ও বান্ধবীরা এখন কোথায়। বাংলাদেশে কয়েক নারীকে বিয়ে করার পাশাপাশি ভারতের কলকাতায় রাধা নামের এক নারীকেও বিয়ে করেছিলেন নূর হোসেন। এই বিয়ে ৬ বছরের মতো টিকেছিল বলে জানা গেছে।
 
তবে, নূর হোসেনের ফাঁসির দণ্ডাদেশ ঘোষণার পর সবার মুখে মুখে ছড়িয়ে পড়েছে নীলা ও এই সন্ত্রাসীকে ঘিরে নানা কাহিনী। কারণ নূরের কারণে একসময় বিপুল দাপট ছিল নীলার। তবে নীলা বরাবরই দাবি করে আসছেন, তার ইচ্ছা না থাকা সত্ত্বেও নূর হোসেন তাকে বিয়ে করেছিলেন। এক পর্যায়ে তাকে ভালোবেসে ফেলেছিলেন বলে জানিয়েছেন এই সাবেক মহিলা কাউন্সিলর।

তিনি খেদোক্তি করে বলেন, এই ভুল পথে পা বাড়ানোর কারণে আমার জীবন এখন অভিশপ্ত। সাজানো-গোছানো সংসার ভেঙেছি, প্রাণপ্রিয় স্বামীকে ডিভোর্স দিয়েছি। এখন আমি অসহায়। এলাকার সবাই আমাকে নূরের স্ত্রী হিসেবে জানলেও আমার সঙ্গে তার ‘দাম্পত্য অধিকারের’ সম্পর্ক নেই। স্বামী-সন্তানের জীবন রক্ষার জন্য নিজের সম্মান জলাঞ্জলি দিয়ে তার স্ত্রীর অভিনয় করে গেছি দিনের পর দিন। কারণ আমি ছাড়াও নূরের আরও পাঁচজন ‘স্ত্রী’ ছিল। এত স্ত্রীর ভিড়ে আমার কোনো গুরুত্ব ছিল না। আমাকে কোনো সম্পত্তি কিংবা অধিকার দেয়নি।
 
সাত খুন মামলার রায় ঘোষণার পর নীলার অভিব্যক্তি জানতে দেশের গণমাধ্যম তত্পর হয়। নীলা তার অতীত কর্মকাণ্ডের জন্য অনুতপ্ত বলে জানিয়েছেন। তিনি পাল্টা প্রশ্ন করে বলেন, আজ যারা গলাবাজি করছে তারা কি নূর হোসেনের কাছ থেকে অর্থবিত্ত ও সুযোগ সুবিধা নেয়নি? তাদের বিরুদ্ধে কেউ কথা বলছে না কেন ?
২১ জানুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে