সোমবার, ২৩ জানুয়ারী, ২০১৭, ০৯:৫২:৪০

সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজকে প্রধান অতিথি না করায় অনুষ্ঠান পণ্ড

 সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজকে প্রধান অতিথি না করায় অনুষ্ঠান পণ্ড

নিউজ ডেস্ক: মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে প্রধান অতিথি না করায় স্থানীয় একটি স্কুলের পুরস্কার বিতরণী অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে।

 
সোমবার সকালে সদর উপজেলার পুটাইল ইউনিয়নের লেমু বাড়ি বিনোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠান এমপি মমতাজের নির্দেশে তার লোকজন বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ স্কুল কমিটির।
পুরস্কার বিতরণের যাবতীয় আয়োজন করা হলেও এমপির নির্দেশে তা পণ্ড হয়ে যায়। এতে চরম হতাশা ও নানা ধরনের গুঞ্জন ছড়িয়ে পড়ে। সাংবাদিকদের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল জলিল।
 
বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিনবন্ধু জানান, গত ১৬ এবং ১৭ জানুয়ারি বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সোমবার প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে স্কুল পরিচালনা কমিটি।
 
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পাশের হাটিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিল্পপতি গোলাম মনীর হোসেনকে প্রধান অতিথি করা হয়। কিন্তু সকালে স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুল জলিল অনুষ্ঠান বন্ধ করতে বলেন। এ সময় তিনি এমপির ব্যক্তিগত সহকারী ওবায়দুর রহমানকে মোবাইল ফোনে ধরিয়ে দেন। এমপির সহকারী অনুষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেন।

এদিকে, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামরুন নাহার অনুষ্ঠান বন্ধের ব্যাপারে সহমত জানিয়েছেন।
 
পুটাইল ইউপি চেয়ারম্যান আবদুল জলিল জানান, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এমপি মমতাজকে প্রধান অতিথি না করায় তা স্থগিত রাখার নির্দেশ দেন তার ব্যক্তিগত সহকারী ওবায়দুর রহমান।
 
তিনি জানান, অনুষ্ঠানের প্রধান অতিথি শিল্পপতি মনীর হোসেন আগামী সংসদ নির্বাচনে প্রার্থী হবেন বলে গুঞ্জন রয়েছে। এ ছাড়া এখানে আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দল রয়েছে বলেও স্বীকার করেন তিনি।

এ বিষয়ে এমপি মমতাজের ব্যক্তিগত সহকারী ওবায়দুর রহমান সাংবাদিকদের জানান, ওই স্কুলের উন্নয়নের বিষয়টি বিবেচনা করে পুরস্কার বিতরণী অনুষ্ঠান আপাতত স্থগিত রাখতে অনুরোধ করা হয়েছে।
২৩ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে