মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০১৭, ০৬:৩৪:০৪

প্রধান শিক্ষককে বেদম মারধর, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাশ বর্জন

 প্রধান শিক্ষককে বেদম মারধর,  শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাশ বর্জন

আসাদুজ্জামান সাজু, লালমনিরহাট প্রতিনিধি: অবৈধ ভাবে শিক্ষক নিয়োগে সহযোগিতা না করায় মনোরঞ্জন রায় নামের এক প্রধান শিক্ষককে বেদম মারপিট করে গুরুতর আহত করেছে চিহ্নিত সন্ত্রাসীরা। মঙ্গলবার লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের হরিদেব দয়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। প্রধান শিক্ষককে মারপিটের ঘটনায় প্রতিবাদী হয়ে ক’জন শিক্ষার্থী এগিয়ে আসলে তাদেরকেও সন্ত্রাসীরা লাঠিপেটা করে আহত করে। আহত প্রধান শিক্ষক ও শিক্ষার্থীদের লালমনিরহাট সদর হাসপাতাল ও স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় আওয়ামী লীগ কর্মী আবু সিদ্দিকের নেতৃত্বে একটি সন্ত্রাসী বাহিনী লাঠি নিয়ে প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে এই এলোপাথারী হামলা করে। ওই হামালায় প্রধান শিক্ষক   মনোরঞ্জন রায় গুরুত্বর আহত হয় । পরে শিক্ষার্থী ও কর্মচারীরা এগিয়ে এলে তাদের উপরও হামলা চালায় সন্ত্রাসীরা। এ ঘটনায় ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাশ বর্জন করে সন্ত্রাসীদের গ্রেফতার ও শাস্তির দাবীতে সারা দিন বিক্ষোভ করেন।

অভিযোগ উঠেছে, কম্পিউটার শিক্ষক হিসেবে শিরিনা আক্তার নামের আবেদনকারী এক মহিলার পক্ষে সন্ত্রাসীরা এ হামলা চালায়।  

বিদ্যালয়টির পরিচালনা পর্ষদের সভাপতি সুরুল হুদা মন্ডল এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

লালমনিরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা: আজমল হক জানান, আহত  শিক্ষক মনোরঞ্জন রায় তার দু’চোখে, কোমড়ে, দুই হাতে, পিঠে ও মাথায় আঘাত পেয়েছেন।

লালমনিরহাট সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা হয়েছে। সন্ত্রাসীদের গ্রেফতারে অভিযান চলছে।
২৪ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে