বুধবার, ২৫ জানুয়ারী, ২০১৭, ০৪:৪৪:২৯

বোদায় বিজ্ঞান মেলার উদ্বোধন

বোদায় বিজ্ঞান মেলার উদ্বোধন

মো: সাজ্জাদ হাসান আল তারিক, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি: “ উন্নত আগামীর জন্য বিজ্ঞান ও প্রযুক্তি” এ প্রতিপাদ্যকে সামনে  নিয়ে বোদায় দু- দিন ব্যাপী  বিজ্ঞান মেলা  শুরু হয়েছে।  

৩৮ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে আজ বোদা মডেল স্কুল এন্ড কলেজ চত্বরে উপজেলা প্রশাসন ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এর আয়োজনে  এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের তত্ত্বাবধানে এই মেলার উদ্বোধন করেন বোদা উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহমুদ হাসান।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আল-মামুনুর রশিদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকতা লুৎফর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সলিমুল্লাহ, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফারুক আলম টবি, বোদা পাইলট গার্লস স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক রবিউল আলম সাবুল, বোদা পাইলট মডেল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক জামিউল হক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন। মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৫টি  প্রতিষ্ঠান অংশগ্রহন করে।

মেলার প্রথমদিনে উক্ত প্রতিষ্ঠানসমুহ নির্ধারিত স্টলে তাদের প্রকল্প উপস্থাপন করে। প্রকল্পের মধ্যে রয়েছে  মশার কয়েল প্রস্তুত করন,বাল্ব দিয়ে প্রজেক্ট তৈরি, বৈদুত্যিক মটর, ফায়ার এলার্ম, গ্রিন হাউজ মডেল প্রস্তুত করন, প্রাকৃতিক সুগন্ধী তৈরি ইত্যাদি।
২৫ জানুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে