শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০১৭, ০১:১৪:০৩

ভাসুরের হামলায় দুই গৃহবধূ নিহত

ভাসুরের হামলায় দুই গৃহবধূ নিহত

মৌলভীবাজার : মৌলভীবাজারের রাজনগর উপজেলায় মানসিক প্রতিবন্ধী এক ভাসুরের ছুরিকাঘাতে দুই গৃহবধূ  নিহত হয়েছেন। নিহতরা হলেন- ঘাতক শফিক মিয়ার ছোটভাই শামছুল ইসলামের স্ত্রী সায়রা বেগম (৩০) ও অপর ভাই আবদুল হান্নানের স্ত্রী নজরুন বেগম (৪৫)। এ ঘটনায় আরো ৩ জন নারী আহত হন। এর মধ্যে ঘাতকের নিজের মেয়েও রয়েছে। পুলিশ ঘাতক শফিক মিয়াকে আটক করেছে। গতকাল দুপুর ৩টার দিকে রাজনগর উপজেলার ঘরগাঁও গ্রামে এ ঘটনাটি ঘটে।

নিহতদের পারিবারিক সূত্র জানিয়েছে, শফিক মিয়া দীর্ঘদিন যাবৎ মানসিক রোগে ভুগছিলেন। বৃহস্পতিবার দুপুরে হঠাৎ ধারালো একটি ছুরি নিয়ে তার ছোট ভাইয়ের স্ত্রী ও মেয়েসহ পাঁচ জনকে আহত করেন। গুরুতর আহত হন শামছুল ইসলামের স্ত্রী সায়রা বেগম (৩০) ও অপর ভাই আবদুল হান্নানের স্ত্রী নজরুন বেগম (৪৫), মেয়ে তানিয়া বেগম (১৭), হামলাকারী শফিক মিয়ার মেয়ে সুমি বেগম (১৮) ও মৃত মইফাল মিয়ার স্ত্রী নেছারুন বেগম (৬৫)। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। বাকিদের পাঠানো হয় মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে। এর মধ্যে তানিয় বেগমের অবস্থা গুরুতর হওয়ায় তাকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠানো হয়।

নিহত সায়রা বেগমের স্বামীর বাড়ি উপজেলার ফতেহপুর ইউনিয়নের শাহপুর গ্রামে। তিনি বাবারবাড়ি বেড়াতে এসেছিলেন। রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মর্কতা (ওসি) শ্যামল ভূমিক গতকাল বিকালে ষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় জড়িত শফিক মিয়াকে আটক করা হয়েছে। সে মানসিক রোগী। এ কারণে আনসার ব্যাটালিয়নের চাকরি গেছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে। এমজমিন

২৭ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে