সোমবার, ৩০ জানুয়ারী, ২০১৭, ০৫:২৪:২৯

সৈয়দপুরে মায়েদের পা ধুয়ে আর্শিবাদ নিলেন শিক্ষার্থীরা

সৈয়দপুরে মায়েদের পা ধুয়ে আর্শিবাদ নিলেন শিক্ষার্থীরা

সৈয়দপুর (নীলফামারী) থেকে : মায়ের পায়ের নিচের সন্তানের বেহেস্ত। সেই মায়ের পা ধুয়ে মুছিয়ে দিয়ে আর্শিবাদ নিচ্ছেন সন্তান। এমনই মানবিক মূল্যবোধের দৃষ্টান্ত স্থাপন করলো নীলফামারীর সৈয়দপুর সরকারি কারিগরী কলেজ। মায়েদের পা ধুয়ে ও খাইয়ে দিয়ে আর্শিবাদ নিলেন সৈয়দপুর সরকারি কারিগরী কলেজের প্রায় ১ হাজার শিক্ষার্থী।

সোমবার সকালে কলেজের সবুজ চত্বরে আয়োজিত মায়েদের পা ধোঁয়া ও খাওয়ানো অনুষ্ঠান দেখে অনেকে আবেগপ্রবণ হয়ে পড়েন এবং চোখের পানি ধরে রাখতে পারেননি। কলেজের অধ্যক্ষ আমির আলীর আজাদের চিন্তা ও ভাবনায় এই ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সেখানে জড়ো হন হাজার খানেক মা ও প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন অধ্যক্ষ ড. আমির আলী আজাদ, সহকারি প্রধান শিক্ষক ফরিদা বানু, শিক্ষক আ ত ম রেজাউল করিম, আবুল কালাম আজাদ, শিক্ষার্থীর মা জান্নাতুল মাওয়া প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালন করেন শিক্ষিকা ইসমত জেরিন। অনুষ্ঠানে প্রায় হাজার শিক্ষার্থী তাদের মায়ের পা ধোঁয়ে মুছেন দেন এবং এতদিন যে মা তাদের খাইয়েছে সেই মায়ের মুখে খাবার তুলে দেন। অঙ্গিকার করেন যতদিন বেঁচে থাকবেন মায়েদের অমর্যাদা করবেন না।

অনুষ্ঠানে আসা ১০ শ্রেণির ছাত্রী সৈলীর মা সায়রা বানু, আরেক ১০ শ্রেণির ছাত্রী সীমলা রায়ের মা রাধারানী প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, আমাদের মা হওয়ার স্বপ্ন পূরণ হয়েছে বলে মনে করি। মায়েদের এই সম্মানের মাধ্যমে মানবিক মূল্যবোধ সৃষ্টি হবে এমনটি মনে করেন তারা।

৩০ জানুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে