সোমবার, ১৩ মার্চ, ২০১৭, ০৭:০০:০১

ভারত-বাংলাদেশ সীমান্তে বিশাল সুড়ঙ্গের সন্ধান, তোলপাড়

ভারত-বাংলাদেশ সীমান্তে বিশাল সুড়ঙ্গের সন্ধান, তোলপাড়

নিউজ ডেস্ক: জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে ভারত-বাংলাদেশের মধ্যে এক বিশাল সুড়ঙ্গের সন্ধান পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ নিয়ে তোলপাড় শুরু হয়েছে। সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে বিজিবি। বিজিবি জানায়, বকশীগঞ্জ উপজেলার কামালপুর ইউনিয়নের দিঘলকোন গ্রাম সংলগ্ন আন্তর্জাতিক সীমান্তের ১০৮৯ নম্বর পিলারের কাছে এ সুড়ঙ্গের সন্ধান পাওয়া যায়।

শনিবার রাতে সীমান্তের ১০৮৯ পিলার এলাকায় সুড়ঙ্গের সন্ধান পায় বিজিবি। ধারণা করা হচ্ছে সীমান্তের চোরাই সিন্ডিকেট চক্রের সদস্যরা এই সুড়ঙ্গটি খুঁড়েছে। এই ঘটনায় শনিবার রাতেই কর্ণঝোড়া বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার নুরল ইসলাম বকশীগঞ্জ থানায় সীমান্ত এলাকার ২০ জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন।

জানা গেছে, ওই রাতে বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকায় টহল দিতে যায় বিজিবির টহলদল। টহল দিতে গিয়ে বকশীগঞ্জ উপজেলার কামালপুর ইউনিয়নের গারো পাহাড়ের দিগলকোনা গ্রামে বাংলাদেশ-ভারত সীমান্তে একটি  সুড়ঙ্গ পথ দেখতে পান তারা। এই সীমান্তে সুড়ঙ্গ পথে দিয়ে চোরাই সিন্ডিকেট চক্রের সদস্যরা চোরাকারবারি করে। এই নিয়ে কর্ণঝোড়া বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার নুরল ইসলাম বাদী হয়ে স্থানীয় ২০ চোরাকারবারির বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। যার জিডি নং ৫৩২।

বকশীগঞ্জ উপজেলার গারো পাহাড়ের সীমান্ত দিয়ে প্রতিদিন চোরাই পথে ভারতীয় গরু এবং মাদকদ্রব্য পাচার হয়ে বাংলাদেশে আসছে। পুলিশের ধারণা গারো পাহাড়ের সীমান্তে বিজিবি ও পুলিশি তৎপরতা বৃদ্ধি পাওয়ায় সম্ভবত চোরকারবারিরা কাজটি করেছে। বকশীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, এই ঘটনা উচ্চপর্যায়ে অবগত করা হয়েছে। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে বিষয়টি।
১৩ ফেব্রুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে