বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০১৭, ১১:৩৮:১৮

সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক নিয়ন্ত্রণে রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক নিয়ন্ত্রণে রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

যশোর থেকে : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জঙ্গিবাদ, মাদক আর সন্ত্রাসীদের দমনে সরকারের পাশাপাশি সকল মহলকে এগিয়ে আসার আহবান জানিয়ে বলেছেন, সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক এখন অনেক নিয়ন্ত্রণে রয়েছে।

যশোর জেলা স্কুল মাঠে বৃহস্পতিবার বিকেলে জেলা পুলিশের উদ্যোগে সন্ত্রাস, মাদক এবং জঙ্গিবাদ বিরোধী এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন খুলনা রেঞ্জের ডিআইজি এসএম মনিরুজ্জামান।

আসাদুজ্জামান খান কামাল আরো বলেন, জনগণকে সাথে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল ষড়যন্ত্র প্রতিহত করে সামনে এগিয়ে যাচ্ছেন। সাধারণ মানুষ আর আইন-শৃঙ্খলা বাহিনী এক হয়ে কাজ করলে সব বাধা দূর হয়ে যাবে। বাংলাদেশের উন্নয়ন বিশ্বের কাছে আজ রোল মডেল।

সমাবেশে তিনি বক্তব্য দেয়ার আগে হ্যালো যশোর পুলিশ অ্যাপস, পৌরসভার উদ্যোগে যশোর শহরে সিসি ক্যামেরা স্থাপনের উদ্বোধন করেন। এছাড়া ১৫ জন মুক্তিযোদ্ধার পৌর কর মওকুফ ও পৌর ট্যাক্স বাতিলের সার্টিফিকেট প্রদান করেন। সভায় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জেলার ৮৬৬ জন মাদক ব্যবসায়ী আর মাদক বিক্রি না করার অঙ্গীকার করেন।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক, যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির, যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান শাহীন চাকলাদার, পৌরসভার মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু প্রমুখ।

১৬ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে