শুক্রবার, ২৪ মার্চ, ২০১৭, ০৪:০৯:৩১

সিলেটে জঙ্গি আস্তানায় নারীর কণ্ঠে ‘আল্লাহু আকবর’ ধ্বনি

সিলেটে জঙ্গি আস্তানায় নারীর কণ্ঠে ‘আল্লাহু আকবর’ ধ্বনি

সিলেট:  সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে অভিযান চালাচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনী।

বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটা থেকে ‘আছিয়া ভিলা’ নামের পাঁচ তলা বাড়িটি ঘিরে রাখা হয়। বাড়ির নিচতলার ফ্ল্যাটে সন্দেহভাজন জঙ্গিরা অবস্থান করছে বলে ধারণা পুলিশের।

ভবনটিতে মোট ২৭টি পরিবার আছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ। পুলিশের অভিযানের কারণে ওই ভবনের বাসিন্দারাও ভেতরে আটকা পড়েছেন।

 এরমধ্যই ওই বাড়ির তত্ত্বাবধায়ক মিনারা বেগম বাড়ির পেছনের দরজা দিয়ে বেরিয়ে আসেন। তিনি বাড়ির ভেতরের অবস্থা বর্ণনা করেন। জঙ্গি আস্তানায় নারীর কণ্ঠে ‘আল্লাহু আকবর’ ধ্বনি ।
বাড়ির নিচ তলায় ওই বাসায় একজন নারীর কন্ঠে ‘নারায়ের তাকবির আল্লাহ আকবার’ ধ্বনি শুনেছেন বলে জানান তিনি।

'আছিয়া ভিলা'  নামের পাঁচ তলা বাড়িটির নিচ তলায় জঙ্গিরা অবস্থান করছে বলে পুলিশ জানিয়েছে। নিচ তলার ওই ফ্ল্যাটের বিষয়ে মিনারা বেগম বলেন, ওই বাসায় স্বামী-স্ত্রী পরিচয়ে দুইজন থাকতেন।

 স্ত্রী ঘরেও বোরকা পরে থাকতেন। পুরো ঘরে দেয়ালসহ সব জায়গায় সব সময়ই পর্দা লাগানো থাকে। দিনেও পর্দা লাগানো থাকতো। ঘরে বাতি কম  জ্বলতো। ঘরে একটি আলনা আর চেয়ার-টেবিল ছাড়া কিছুই ছিল নেই।
এমটিনিউজ২৪ডটকম/টি,জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে