বুধবার, ২৯ মার্চ, ২০১৭, ০৩:৪৪:০৮

বৃষ্টিতে জাল নিয়ে মাছ ধরতে পানিতে নামলেন এমপি নিজে

 বৃষ্টিতে জাল নিয়ে মাছ ধরতে পানিতে নামলেন এমপি নিজে

নিউজ ডেস্ক: মাছে-ভাতে বাঙালী নাম কিন্তু এখনো মুছে যায় নি। বাঙালীর ইতিহাস-ঐতিহ্য এখনো খালবিল, নদীনালার মাছের সঙ্গে মিশে আছে। আর সে টানেই জাল নিয়ে পানিতে নামলেন টাঙ্গাইল-৪ কালিহাতী আসনের সংসদ সদস্য আলহাজ হাছান ইমাম খান (সোহেল হাজারী)।
 
বৃষ্টিতে টাঙ্গাইলের কালিহাতির এম পি নিজেই জাল নিয়ে মাছ ধরতে নেমে যান। সঙ্গে ছিল স্থানীয় সাধারণ মানুষ। সাংসদের মাছ ধরার দৃশ্য দুটি ছবিতে প্রকাশিত হয়েছে।
দেখা যায়, খালি গায়ে পানি জাল নিয়ে মাছ ধরছেন এমপি হাছান ইমাম। জালে পড়া মাছও নিজে নিজেই ছাড়াচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটি প্রকাশিত হওয়ার পর তা ভাইরাল হয়ে যায়।
 
উল্লেখ্য, টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হাসান ইমাম খান সোহেল হাজারী (নৌকা) প্রতীক নিয়ে নির্বাচিত হন।
২৯ মার্চ ২০১৭/এমটিনিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে