শনিবার, ০১ এপ্রিল, ২০১৭, ০৪:০২:৩৩

কুমিল্লায় আ. লীগ হারলেও সরকার জিতেছে : কাদের

কুমিল্লায় আ. লীগ হারলেও সরকার জিতেছে : কাদের

নারায়ণগঞ্জ প্রতিনিধি: কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রতীকের প্রার্থীর পরাজয়ের পেছনে স্থানীয় নেতা-কর্মীদের অভ্যন্তরীণ বিরোধকেই দায়ী করেছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘কুমিল্লার নির্বাচনে আওয়ামী লীগের পরাজয় হলেও সরকার জিতেছে। কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচন আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের জন্য এটি একটি সতর্ক বার্তা। বিএনপি এ নিয়ে কোনও সুযোগ পাবে না।’

শনিবার (১ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার ভুলতা ফ্লাইওভার প্রকল্পের নির্মাণকাজ পরিদর্শনে এসে মন্ত্রী এসব কথা বলেন। আগামী জুন মাসের মধ্যেই ফ্লাইওভারের নির্মাণকাজ শেষ হবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।

ওবায়দুল কাদের এসময় আরও বলেন, ‘উগ্রবাদীদের এ দেশের মাটিতে ঠাঁই দেওয়া হবে না। যদিও একটি বড় দল দেশকে অস্থিতিশিল করতে সাম্প্রদায়িক উগ্রবাদকে পৃষ্ঠপোষকতা করছে। উগ্রবাদী শক্তিকে মোকাবেলা করেই আমরা সামনে এগিয়ে যাবো।’

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক), উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি আক্তার নিলা, ঢাকা সড়ক বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন, প্রকল্প পরিচালক রিয়াজ আহাম্মেদ, জেলা ট্রাফিকের সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুর রশিদ (পিপিএম), ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক শহিদুল আলম প্রমুখ।

উল্লেখ্য, ২৪০ কোটি টাকা ব্যয়ে সরকারের নিজস্ব অর্থায়নে ভুলতা ফ্লাইওভার নির্মাণ করা হচ্ছে। চার লেনবিশিষ্ট ফ্লাইওভারের দৈর্ঘ্য হবে ১ দশমিক ২৩৮ কিলোমিটার। মূল ফ্লাইওভারের নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১২০ কোটি টাকা, সড়ক নির্মাণে ব্যয় ১১২ কোটি টাকা এবং অন্যান্য ব্যয় হবে সাড়ে সাত কোটি টাকা।
০১ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে