শনিবার, ০১ এপ্রিল, ২০১৭, ০৮:৫৪:৩৫

হাসপাতালে নবজাতক চুরি, মায়ের আহাজারি

 হাসপাতালে নবজাতক চুরি, মায়ের আহাজারি

বগুড়া: বগুড়া সরকারি মোহাম্মদ আলী হাসপাতাল থেকে তিন দিন বয়সী এক শিশু চুরি হয়েছে। প্রথম শিশুপুত্রকে হারিয়ে মা হোসনে আরার আহাজারিতে হাসপাতালের পরিবেশ ভারি হয়ে ওঠেছে।

শনিবার সকালে হাসপাতালের গাইনী ও প্রসূতি বিভাগ থেকে অন্য রোগীর স্বজন সেজে এক তরুণী নানীর কাছ থেকে কৌশলে শিশুটি নিয়ে যায়। বাচ্চা চুরি হবার পর হাসপাতাল কর্তৃপক্ষ সতর্কতা নোটিশ ঝুলিয়ে দেয়। এ ব্যাপারে সদর থানায় অভিযোগ করা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রসব ব্যথা উঠলে গত ২৮ মার্চ বগুড়া শহরের ঝোপগাড়ি এলাকার রুবেল উদ্দিনের স্ত্রী হোসনে আরাকে মোহাম্মদ আলী হাসপাতালের গাইনী ও প্রসূতি বিভাগে ভর্তি করা হয়। ২৯ মার্চ সিজারের মাধ্যমে তার একটি শিশুপুত্র হয়।

হোসনে আরার পাশাপাশি তার মা রেহেনা বেগম শিশুকে দেখভাল করছিলেন। এদিকে ২৫-২৬ বছর বয়সী এক তরুণী অন্য এক রোগীর স্বজন সেজে গত কয়েকদিন ধরে পাশের বেডে অবস্থান করছিল। সে ওই শিশুর মা হোসনে আরা ও নানী রেহেনা বেগমের সঙ্গে সখ্যতা গড়ে তোলে। বাচ্চার খোঁজ-খবর ও কোলে নিয়ে আদর করতো।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ওই তরুণী নাতীকে রোদে নিতে বলেন। হোসনে আরার কাছ থেকে রেহেনা শিশুটিকে নিয়ে গাইনী বিভাগে বারান্দায় রোদে নিয়ে যান। বারান্দায় যাবার পর ওই তরুণী শিশুর নানীকে কাপড় আনতে বলে। নানী তার কোলে শিশুকে দিয়ে কাপড় আনতে যান। এ সময় ওই তরুণী শিশুকে নিয়ে পালিয়ে যায়।

খবর পেয়ে নার্স হাসপাতালের তত্ত্বাবধায়ককে অবহিত করেন। সদর থানা পুলিশ ঘটনাস্থলে আসে। শিশু চুরি হওয়ার পরপরই কর্তৃপক্ষ পুরো গাইনী ওয়ার্ডে নোটিশ টানিয়ে দেন। তাতে লেখা রয়েছে, 'আপনার সন্তানকে অপরিচিত ব্যক্তির কাছে দিবেন না।'

দুপুরে হাসপাতালে গিয়ে দেখা গেছে, সন্তানকে হারিয়ে মা হোসনে আরা আহাজারি করছেন। তিনি জানান, দেড় বছরের বিবাহিত জীবনে এটা তার প্রথম সন্তান। তিনি তার ছেলেকে ফিরে পেতে সকলের কাছে কাকুতি-মিনতি জানাতে থাকেন।

রুবেল উদ্দিন জানান, সংসারে প্রথম ছেলে সন্তান হওয়ায় সকলে খুশি ছিলেন। শনিবার বাচ্চার নাম রাখার কথা ছিল। কিন্তু এর আগেই ছেলে চুরি হয়ে গেল। তিনি মোবাইল ফোনে ছবি দেখিয়ে তার আদরের ধনকে ফিরে পেতে পুলিশ, সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করেন।

গাইনী বিভাগের ভারপ্রাপ্ত নার্স ইনচার্জ সানজিদা জানান, তারা সবসময় প্রসূতিদের বাচ্চা অন্য কাউকে না দিতে অনুরোধ করে থাকেন। বাচ্চা বাহিরে নিয়ে যাওয়ায় চুরির ঘটনা ঘটেছে। এতে তাদের কোনো গাফিলতি নেই। বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের তত্ত্বাবধায়ক বিধান চন্দ্র মজুমদার জানান, শিশু চুরির ঘটনায় পুলিশকে অবহিত করা হয়েছে। শিশুটির বাবা রুবেল উদ্দিন থানায় শিশু চুরির ঘটনায় অভিযোগ দিয়েছেন।

বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) আসলাম আলী জানান, মোহাম্মদ আলী হাসপাতাল থেকে শিশু চুরির ঘটনা জানার পর পুলিশ সেখানে যায়। শিশুর বাবা রুবেল উদ্দিন এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছে। চুরি যাওয়া শিশুটি উদ্ধারে বিভিন্ন জায়গায় খোঁজ করা হচ্ছে।
০১ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪ডটকম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে