শনিবার, ০১ এপ্রিল, ২০১৭, ০৯:০৮:২৪

রাজশাহীতেই দাফন হলো মডেল কন্যার মরদেহ

রাজশাহীতেই দাফন হলো মডেল কন্যার মরদেহ

রাজশাহী: রাজশাহীতেই দাফন করা হলো মালদ্বীপের মডেল কন্যা ও ইসলামী ব্যাংক মেডিক্যাল কলেজের ছাত্রী রাউধা আথিফের মরদেহ।

শনিবার দুপুরে নগরীর হেতেম খা কবরস্থানে তাকে দাফন করা হয়। রাউধার পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী কোয়ান্টাম ফাউন্ডেশনের মাধ্যমে তার মরদেহ দাফনের ব্যবস্থা করা হয় বলে জানায় পুলিশ।

গেলো বুধবার দুপুরে ইসলামী ব্যাংক মেডিক্যাল কলেজ হাসপাতালের ছাত্রী হোস্টেলের ২০৯ নম্বর কক্ষ থেকে রাউধার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। পরে শুক্রবার দুপুরে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। শনিবার দুপুরে ১২টার দিকে রাজশাহী মেডিক্যালে কলেজ হাসপাতালের হিমাগার থেকে রাউধার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

রাউধা রাজশাহী ইসলামী ব্যাংক মেডিক্যাল কলেজের ছাত্রী হোস্টেলে বিদেশি ব্লকে ২০৯ নম্বর কক্ষে গেলো বছরের ১৪ জানুয়ারি থেকে থাকতেন। তিনি মালদ্বীপের মালে এলাকার মোহাম্মাদ আথিফ এর মেয়ে। ২০১৬ সালের ২২ অক্টোবর প্রকাশিত ভারতের ভোগ সাময়িকীর প্রচ্ছদে কয়েকজন মডেল তারকার সঙ্গে রাউধার ছবি ছাপা হয়।
০১ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে