বৃহস্পতিবার, ০৬ এপ্রিল, ২০১৭, ১২:৫৪:৫৮

আওয়ামী লীগ বার বার প্রতারণা করেছে: আন্দালিব পার্থ

আওয়ামী লীগ বার বার প্রতারণা করেছে: আন্দালিব পার্থ

ভোলা থেকে: ভোলা সদর আসনের সাবেক এমপি ও বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেন, "আওয়ামী লীগ সাধারণ মানুষের সঙ্গে বার বার প্রতারণা করেছে। দেশে উন্নয়নের নামে লুটপাটের রাজত্ব কায়েম করেছে। কিন্তু কেউ প্রতিবাদ করছে না। সবাই আজ এই সরকারের কাছে জিম্মি হয়ে পড়েছে।

গতকাল বুধবার বিকেলে ভোলা শহরের উকিলপাড়ার শান্তনীড়ের নিজ বাসভবনে বিজেপির সহযোগী সংগঠন যুব সংহতি ভোলা পৌর শাখার বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন ভোলা সদর আসনের সাবেক সংসদ সদস্য বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।

পার্থ বলেন, "আওয়ামী লীগ দেশে কোনো উন্নয়ন করেনি। তাই তারা মানুষের কাছে ভোট চাইতে পারছে না। গণতন্ত্র ছাড়া উন্নয়ন কখনোই টেকসই হয় না। আর গণতন্ত্র আনতে হলে ভালো মানুষকে রাজনীতিতে আসতে হবে। রাজনীতি এখন টাউট-বাটপার ও চাঁদাজদের দখলে চলে গেছে। কিন্তু মানুষের কাছে যাওয়ার মতো মুখ বিজেপির রয়েছে। " ভোলায় বিজেপি এখন সবচেয়ে বড় দল উল্লেখ করে পার্থ বলেন, "বিএনপির নেতৃত্বে চারদলীয় জোট সহায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে।

আগামী নির্বাচনে কুমিল্লার মতো নির্বাচন হবে। না হলে পাশাপাশি আন্দোলনও চালিয়ে যাবে জোটের নেতাকর্মীরা। আর আওয়ামী লীগ যদি মনে করে চারদলীয় জোট নির্বাচনে অংশ নেবে না তাহলে মনে করতে হবে তারা বোকার স্বর্গে বাস করছে। "

আফসার হোসেন বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য রেবা রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ওয়াসিকুর রহমান অঞ্জন।

অন্যদের মধ্যে বক্তব্য দেন বিজেপি ভোলা জেলা শাখার সভাপতি কামাল উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম রতন, বিজেপি নেতা অনুপন দে, কবির হোসেন প্রমুখ। এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে এবং পায়রা ও বেলুন উড়িয়ে সম্মেলন উদ্বোধন করা হয়। সম্মেলনে হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।  
৬ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে