শনিবার, ০৮ এপ্রিল, ২০১৭, ০৬:১০:৩৯

দাঁড়ি, টুপি, লম্বা জামা পরলেই হুজুর হয় না : চরমোনাই পীর

দাঁড়ি, টুপি, লম্বা জামা পরলেই হুজুর হয় না : চরমোনাই পীর

বাগেরহাট থেকে : জঙ্গিবাদ ইসলামকে কলঙ্কিত করেছে। টুপি, দাঁড়ি, লম্বা জামা গায় দিলেই হুজুর হয় না। চোরও কিন্তু এই ধরনের লেবাস ধরতে পারবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী আন্দোলনের চেয়ারম্যান ও চরমোনাই পীর সৈয়দ মো. রেজাউল করিম।

শুক্রবার বাগেরহাট শহরের খারদ্বার মাদ্রাসা মাঠে ইসলামী আইনজীবী পরিষদের সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি বলেন, নবীর আদর্শের বাইরে, আল্লাহ রব্বুল আলামিনকে সৃষ্টিকর্তা না মেনে কোনও ব্যাক্তি আদর্শ মুসলমান হতে পারে না।

চরমোনাই পীর বলেন, ‘ইসলাম শান্তির ধর্ম। ইসলামে জঙ্গিবাদের কোনও স্থান নাই। যারা ইসলামের নামে জঙ্গিবাদী ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে মানুষ খুন করছে, তারা ঈমানদার হতে পারে না। আমরা কখনোই জঙ্গিবাদকে প্রশ্রয় দেবো না।’

ইসলামী আন্দোলনের বাগেরহাট জেলা শাখার সভাপতি হাফেজ মো. রুহুল আমিনের সভাপতিত্বে সম্মেলনে অন্যন্যের মধ্যে বক্তব্য দেন, ইসলামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড. মো. আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান, সাবিল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল মান্নান তালুকদার, বাগেরহাট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অজিয়ার রহমান পিকলু, অ্যাড. সলিমুল্লাহ সেলিম, অ্যাড. আনিছুর রহমান প্রমুখ।

০৮ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে