রবিবার, ০৯ এপ্রিল, ২০১৭, ০২:৫৭:৩০

শাবিতে সাংবাদিকদের উপর ছাত্রলীগের হামলা

শাবিতে সাংবাদিকদের উপর ছাত্রলীগের হামলা

সিলেট ব্যুরো: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সহ-সভাপতি সরদার আব্বাস ও সাধারণ সম্পাদক নবিউল আলম দিপুর উপর হামলা চালিয়েছে ছাত্রলীগ নেতাকর্মীরা।

শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের উপর এই হামলা চালানো হয়। হামলায় আহত সরদার আব্বাসকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শাবিতে কর্মরত সাংবাদিকরা জানান, শনিবার বিকেল ৫টার দিকে শাবি ক্যাম্পাসে নিজের মামার সাথে বেড়াতে আসে এক তরুণী। এসময় কয়েকজন ছাত্রলীগকর্মী ওই তরুণীকে উত্যক্ত করেন। এর প্রতিবাদ জানান সাংবাদিকরা। ছাত্রলীগকর্মীরা সাংবাদিকদের উপর হামলা করতে উদ্যত হলে অন্যান্য শিক্ষার্থীদের হস্তক্ষেপে রক্ষা পান সাংবাদিকরা।

সন্ধ্যার পর শাবিতে কর্মরত সাংবাদিকরা বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবে বসেছিলেন। সন্ধ্যা ৭টার দিকে প্রেসক্লাব থেকে বের হওয়ার সময় শাবি প্রেসক্লাবের সহ-সভাপতি ও ডেইলি অবজারভার এর সিলেট প্রতিনিধি সরদার আব্বাস ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক নবিউল আলম দিপুর উপর হামলা চালায় ছাত্রলীগ নেতাকর্মীরা। তারা এ দুই সাংবাদিককে বেধড়ক মারধর করে। আহত সরদার আব্বাসকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হামলাকারীরা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থের অনুসারী বলে জানিয়েছেন শাবিতে কর্মরত সাংবাদিকরা।
৯ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে