মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০১৭, ০৬:৪৮:৫৪

কাপাসিয়ায় বালিকা বিদ্যালয়ে হঠাৎ ৭০ শিক্ষার্থী অসুস্থ!

কাপাসিয়ায় বালিকা বিদ্যালয়ে হঠাৎ ৭০ শিক্ষার্থী অসুস্থ!

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়া হরিমঞ্জুরী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে গত দু’দিনে  হঠাৎ অসুস্থ হয়ে পড়ে ৭০ শিক্ষার্থী। তাদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে উপজেলা নির্বহী অফিসার মোঃ মাকছুদুল ইসলাম বিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থীদের খোঁজখবর নিয়েছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক জানান, গত সোমবার ও মঙ্গলবার সকালে প্রতিদিনের মতো এসেম্বলী শেষে শিক্ষার্থীরা ক্লাসে প্রবেশ করে। কিছুক্ষণ পর বিদ্যালয়ের ষষ্ঠ এবং সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা  একের পর এক অসুস্থ্য হয়ে পড়ে। হাঠৎ করে শিক্ষার্থীদের মাথা ঘুরতে থাকে এবং তারা বমি করতে করতে দুর্বল হয়ে পড়ে। এতে গত দু’দিনে প্রায় ৭০ জন শিক্ষার্থী অসুস্থ্য হয়ে পড়ে। শিক্ষার্থীরা আকস্মিক ভাবে অসুস্থ্য হয়ে পড়তে থাকলে শিক্ষক ও অভিভাবকদের মাঝে আতংক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ডাক্তার (আরএমও) হাসান জামিল এসে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। পরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রাকিব হাসান উপস্থিত হয়ে শিক্ষার্থীদের খোজ খবর নেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ হাসান জামিল বলেন, মানসিক সমস্যার কারনে শিক্ষার্থীরা হঠাৎ অসুস্থ্য হয়ে পড়তে পারে। তবে এতে আতংকিত হওয়ার কোন কারন নেই। পর্যাপ্ত বিশ্রাম ও পুষ্টিকর খাবার খেলে শিক্ষার্থীরা দ্রুত আরোগ্য লাভ করবে।
১১ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে