বুধবার, ১২ এপ্রিল, ২০১৭, ০৯:৫৯:২৬

মুফতি হান্নানকে তওবা পড়ানো শেষ, প্রস্তুত জল্লাদরা

মুফতি হান্নানকে তওবা পড়ানো শেষ, প্রস্তুত জল্লাদরা

গাজীপুর থেকে : আজ রাতেই যেকোনো সময় কার্যকর হতে পারে হরকাতুল জিহাদের (হুজি) শীর্ষ নেতা মুফতি আব্দুল হান্নান ও তার সহযোগী জঙ্গি শরীফ শাহেদুল বিপুলের ফাঁসির রায় বলে কারাগার সূত্রে জানানো হয়েছে। ইতোমধ্যে লাশ বহনের জন্য সন্ধা ৬টা ৪০ মিনিটে কারাগারের ভিতরে দুইটি অ্যাম্বুলেন্স প্রবেশ করতে দেখা গেছে। এর আগে ফায়ার সার্ভিসের একটি অ্যাম্বুলেন্স ভিতরে প্রবেশ করেছে।

সর্বশেষ পাওয়া খবরে জানা গেছে, মুফতি হান্নানকে তওবা পড়ানোর কাজ ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। তার ফাঁসি কার্যকরে নিযুক্ত চার জল্লাদও রয়েছেন প্রস্তুত। কারাগারে প্রবেশ করেছেন জেলা প্রশাসক এস এম আলম এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাহেনুর ইসলাম। এর আগে গাজীপুর সিভিল সার্জন সৈয়দ মনজুরুল হক ৬ টা ৩৩ মিনিটে কারাগারের ভেতর প্রবেশ করেন। এরপর আইজি প্রিজন কারাগারে ৬টা ৫৭ মিনিটে কারাগারে ঢুকেন। নিয়ম অনুযায়ী ফাঁসি কার্যকরের সময় তাদের উপস্থিত থাকতে হবে।

রায় কার্যকর করাকে কেন্দ্র করে গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার এলাকাকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন জানান, শুধু কাশিমপুর এলাকা নয়, নিরাপত্তা ব্যবস্থা পুরো গাজীপুর জেলায় নেয়া হয়েছে।

তিনি জানান, এজন্য টঙ্গী, স্টেশন রোড, বোর্ড বাজার, ভোগড়া বাইপাস মোড়, চান্দনা চৌরাস্তা, গাজীপুর শহর, রাজেন্দ্রপুর, কোনাবাড়ি, চন্দ্রা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এসব এলাকায় সর্বাত্মক সতর্কতা বজায় রাখার জন্য পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে। কাশিমপুর কারাগারে প্রবেশের প্রধান সড়কের সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

কারাগারের মূল ফটক থেকে অন্তত ২০০ গজ দূরে গণমাধ্যম কর্মীদের জন্য স্থান করে দেয়া হয়েছে। সেখান থেকে বিভিন্ন টেলিভিশন চ্যানেল সরাসরি সম্প্রচারের প্রস্তুতি নিচ্ছে। সকাল থেকে বিপুল সংখ্যক গণমাধ্যম কর্মী কারাগারের সামনে গিয়ে উপস্থিত হন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এ সংখ্যা আরো বৃদ্ধি পাচ্ছে।
১২ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে