সোমবার, ১৭ এপ্রিল, ২০১৭, ০১:০৬:৫৯

ইলিয়াস আলী নিখোঁজের পাঁচ বছর

ইলিয়াস আলী নিখোঁজের পাঁচ বছর

সিলেট থেকে : বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা সভাপতি এম. ইলিয়াস আলী নিখোঁজের পাঁচ বছর পূর্ণ হচ্ছে আজ। ২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকা থেকে গাড়িচালক আনসার আলীসহ নিখোঁজ হয়েছিলেন তিনি।

ইলিয়াসকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুলে নিয়ে গুম করে রেখেছে এমন অভিযোগে পাঁচ বছর ধরে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা নানা কর্মসূচি পালন করছে। দীর্ঘ এই সময়ে ইলিয়াস আলীর সন্ধান পাওয়া না গেলেও সিলেটের বিএনপি নেতা-কর্মীরা মনে করেন, এখনো তিনি বেঁচে আছেন। সরকার আন্তরিক হলেই ফেরত পাওয়া যাবে তাকে।

ইলিয়াসের সন্ধান দাবি আন্দোলন আরও জোরদার করতে বিএনপি নতুন কর্মসূচি নিয়েছে। ইলিয়াস আলীর নিখোঁজের পর ডাকা হরতালে তার গ্রামের বাড়ি বিশ্বনাথে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হন তিনজন। তার সন্ধান দাবিতে বিএনপির ডাকা কর্মসূচিতে আন্দোলনমুখর হয়ে ওঠে পুরো সিলেট। গঠিত হয় ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ ও ছাত্র-যুব সংগ্রাম পরিষদ।

গত পাঁচ বছর ধরে বিএনপির পাশাপাশি সংগ্রাম পরিষদও নানা কর্মসূচি পালন করছে। বিএনপি নেতারা মনে করেন, ইলিয়াস আলী সরকারি হেফাজতে আছেন। কঠোর কর্মসূচি ছাড়া তাকে ফিরে পাওয়া যাবে না। নতুন কর্মসূচির মধ্যে রয়েছে, আজ সোমবার জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান। আগামীকাল হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদে দোয়া মাহফিল। এ ছাড়া আগামী সপ্তাহে সিলেটে প্রতিবাদ সমাবেশও করার কথা রয়েছে বিএনপির।

এ ব্যাপারে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ বলেন, রাষ্ট্রের একজন নাগরিক নিখোঁজ হলে তাকে খুঁজে বের করার দায়িত্ব সরকারের। কিন্তু ইলিয়াস আলী নিখোঁজের পাঁচ বছর পেরোলেও সরকার তার সন্ধান দিতে পারেনি। আগামী সপ্তাহে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে আমরা সিলেটে বিশাল প্রতিবাদ সমাবেশ করব। ওই সমাবেশ থেকে জেলাজুড়ে কর্মসূচি ঘোষণা করা হবে।

এদিকে ইলিয়াসের সন্ধান দাবিতে গতকাল সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ। সংগ্রাম পরিষদের সভাপতি শেখ মো. মকন মিয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপি নেতা অ্যাডভোকেট আশিক উদ্দিন, শাহজামাল নুরুল হুদা, নাজিম উদ্দিন লস্কর, জসিম উদ্দিন, অধ্যাপক সামিয়া চৌধুরী, মতিউল বারী চৌধুরী, সিটি কাউন্সিলর দিনার খান হাসু, আবদুর রকিব তুহিন, সালেহা কবির শেপী প্রমুখ।
১৭ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে