বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০১৭, ১১:৩২:১২

বিএনপি চোঁরাবালিতে আটকে গেছে : ওবায়দুল কাদের

বিএনপি চোঁরাবালিতে আটকে গেছে : ওবায়দুল কাদের

কুমিল্লা থেকে : বিএনপি ২০১৪ সালের নির্বাচনে অংশগ্রহণ না করে চোঁরাবালিতে আটকে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি।

বৃহষ্পতিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোডে নবনির্মিত ফুট ওভার ব্রীজ উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। প্রায় ১ কোটি টাকা ব্যয়ে সড়ক ও জনপথ বিভাগ সড়ক দুর্ঘটনা রোধে পথচারীদের সড়ক পারাপারে সুবিধার জন্য পদুয়ার বাজার ফুট ওভার ব্রীজ নির্মাণ করেছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি ২০১৪ সালের ৫ জানুয়ারীর নির্বাচনে অংশগ্রহণ না করে চোঁরাবালিতে আটকে গেছে। বিএনপিকে রাজনৈতিক দল হিসেবে গণতান্ত্রিক পদ্ধতিতে আসন্ন নির্বাচনে নিজের থেকেই আসতে হবে। পৃথিবীর কোন গণতান্ত্রিক দেশে এমন কোন নিয়ম নেই সরকারী দল কোন রাজনৈতিক দলকে নির্বাচনে নিয়ে আসে।

কুমিল্লা সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র মনিরুল হক সাক্কুর দুদকের মামলায় গ্রেফতারী পরোয়ানা বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, সাক্কুর বিরুদ্ধে আওয়ামী লীগ কিংবা সরকার কোন মামলা দায়ের করেনি। ২০০৮ সালের দুদক কর্তৃক মামলায় আদালত গ্রেফতারী পরোয়ানা জারী করেছে। বিষয়টি সম্পূর্ণ দুদক এবং আইনের বিষয়। এতে সরকারের কিংবা আওয়ামী লীগের কোন হস্তক্ষেপ নেই।

মন্ত্রী বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনা এড়াতে যাত্রী ও পথচারীদের পারাপারের সুবিধার জন্য ৩৪টি ফুট ওভার ব্রীজ নির্মাণ করা হয়েছে। এ সময় সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা ও প্রকৌশলীগণ উপস্থিত ছিলেন।
২০ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে