মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০১৭, ০৯:১৯:৩৩

‘তিনমাস, ছয়মাস নয়, আগামী ফসল না ওঠা পর্যন্ত হাওরে দুর্গতদের সহায়তা দেবে সরকার’

‘তিনমাস, ছয়মাস নয়, আগামী ফসল না ওঠা পর্যন্ত হাওরে দুর্গতদের সহায়তা দেবে সরকার’

নেত্রকোণা থেকে:  তিনমাস, ছয়মাস নয়, আগামী ফসল না ওঠা পর্যন্ত হাওরে বন্যা দুর্গত মানুষকে খাদ্য সহায়তা দেবে সরকার, বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। সোমবার রাতে নেত্রকোণা জেলা পরিষদ সম্মেলন কক্ষে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় তিনি একথা বলেন।

সোমবার রাত ৮টা থেকে পৌনে ১১টা পর্যন্ত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব শাহ কামালের সঞ্চালনায় জেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় মন্ত্রী বলেন, ‘হতদরিদ্র জনগোষ্ঠীর জন্য মাসে ৩০ কেজি চাল ও নগদ ৫০০ টাকা করে দেওয়া হবে। যারা এই সহয়তা নিতে কুণ্ঠাবোধ করবেন তাদের জন্য সরকার ১৫ টাকা কেজি দরে খোলা বাজারে (ওএমএস) চাল বিক্রি করবে। পাশাপাশি ১০ টাকা কেজি দরে প্রধানমন্ত্রীর খাদ্যবান্ধব কর্মসূচির আওতায়ও চাল বিক্রি চলবে।’

বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যেই বন্যাদুর্গত জেলাসমূহে কৃষিঋণের সুদ মওকুফ করেছে উল্লেখ করে ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, ‘স্থানীয় এনজিওদের আগামী একবছর কোনওপ্রকার নির্যাতনমূলক কাজ না করার অনুরোধ করছি। যারা সুদের ব্যবসা করেন সেই সমস্ত সুদখোরদের আগামী একবছর কৃষকের বড়ির আশেপাশে যেন দেখা না যায়।’

এ বিষয়গুলো কঠোরভাবে দেখার জন্য জেলা প্রশাসককে নির্দেশও দেন মন্ত্রী। এছাড়া হাওরে মাছের ক্ষতি কাটিয়ে উঠতে পোনা অবমুক্ত করা হবে বলেও জানান তিনি।

জেলা প্রশাসক ড. এম মুশুফিকুর রহমানের সভাপতিত্বে সভায় নেত্রকোণা-২ আসনের সংসদ সদস্য, যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, নেত্রকোণা জেলা পরিষদের চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, নেত্রকোণা-১ আসনের সংসদ সদস্য ছবি ব্শ্বিাস, নেত্রকোণা-৩ আসনের সংসদ সদস্য ইফতেখার উদ্দীন তালুকদার, নেত্রকোণা-৪ আসনের সংসদ সদস্য রেবেকা মোমিন ও নেত্রকোণা- ৫ আসনের সংসদ সদস্য ওয়ারেশাদ হোসেন বেলালসহ সব উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা কমাণ্ডার, স্থানীয় সাংবাদিক ও স্থানীয় আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।
২৫ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে