মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০১৭, ০৬:৪৭:১৯

দেশের মানুষের গড় আয়ু এক ধাপ বেড়েছে

দেশের মানুষের গড় আয়ু এক ধাপ বেড়েছে

ঢাকা : বাংলাদেশের মানুষের গড় আয়ু এখন এক ধাপ বেড়ে দাঁড়িয়েছে ৭১ বছর ৬ মাস। মঙ্গলবার একনেক বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল সাংবাদিকদের এ তথ্য জানান। এর আগে ছিল ৭০ বছর ৯ মাস।

পরিকল্পনামন্ত্রী বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) এবারের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের মানুষের গড় আয়ু এখন বেড়ে দাঁড়িয়েছে ৭১ বছর ৬ মাস। পুরুষদের ক্ষেত্রে ৭০ বছর ৩ মাস এবং নারীদের ক্ষেত্রে ৭২ বছর ৯ মাস। বিবিএস’র হিসাবে ২০১১ সালে বাংলাদেশের মানুষের প্রত্যাশিত গড় আয়ু ছিল ৬৯ বছর। ২০১৫ সালের জরিপের তথ্যে, তা বেড়ে ৭০ বছর নয় মাস হওয়ার কথা জানানো হয় গতবছর জুনে।  

তিনি জানান, ২০১৬ সালের হিসেবে দেশে পুরুষের গড় আয়ু হয়েছে ৭০ বছর ৩ মাস, যা তার আগের বছর ছিল ৬৯ বছর ৪ মাস। অন্যদিকে মহিলাদের গড় আয়ু দাঁড়িয়েছে ৭২ বছর ৯ মাস যা তার আগের বছর ছিল ৭২ বছর। মন্ত্রী জানান, বিশ্বে বর্তমানে মানুষের গড় আয়ু ৭১ বছর ৪ মাস। সে তুলনায় বাংলাদেশের মানুষের গড় আয়ু দুই মাস বেশি। এটি আমাদের জন্য ইতিবাচক।
২৫ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে