শনিবার, ২৯ এপ্রিল, ২০১৭, ০৮:২৫:২১

কাপাসিয়ায় বিপন্ন উদ্ভিদ কর্নার উদ্বোধন

কাপাসিয়ায় বিপন্ন উদ্ভিদ কর্নার উদ্বোধন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়ায় ইউনেস্কো পার্টিসিপিয়েশন প্রোগ্রাম বাংলাদেশ বিপন্ন উদ্ভিদ ও প্রাণি সংরক্ষন ফাউন্ডেশন এর উদ্যোগে ২৯ এপ্রিল শনিবার সকালে পাবুর উচ্চ বিদ্যালয়ে বিপন্ন উদ্ভিদ কর্নার উদ্বোধন করা হয়েছে।

পাবুর উচ্চ বিদ্যালয় গভর্নিং বডির সভাপতি প্রকৌশলী আব্দুর রহিম মোড়লের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব সুরাইয়া বেগম।

বিপন্ন উদ্ভিদ কর্নার উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য জাহানারা বেগম। মুখ্য আলোচক হিসাবে বক্তব্য দেন ইপ্যাক ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি মাউশি অধিদপ্তরের সহকারি ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তারুজ্জামান চৌধুরী।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. মোঃ আনোয়ার হোসেন, গাজীপুরের এডিসি জেনারেল ফারজানা মান্নান, কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাকছুদুল ইসলাম, প্রধান শিক্ষক মোঃ লোকমান হেকিম, ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রধান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাকির হোসেন দরজী বকুল,শিক্ষার্থী নাঈম হোসেন প্রমুখ। পরে বিদ্যালয়ের সামনে বিপন্ন প্রজাতির একটি রিটা গাছের চারা রোপন করেন প্রধান অতিথি ।
এমটিনিউজ২৪ডটকম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে