বৃহস্পতিবার, ০৪ মে, ২০১৭, ০১:৪৩:১৮

সিলেট শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৮০ দশমিক ২৬ শতাংশ

সিলেট শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৮০ দশমিক ২৬ শতাংশ

সিলেট: সিলেট শিক্ষা বোর্ডে এসএসসি ও সমমানের পরীক্ষায় ৮০ দশমিক ২৬ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। শিক্ষা বোর্ড সচিব মোস্তফা কামাল আহমেদ আজ বৃহস্পতিবার সকাল ১১টায় নিজ দপ্তরে সাংবাদিকদের এ তথ্য জানান।

শিক্ষা বোর্ড সচিব জানান, বোর্ডে এবার জিপিএ ৫ পেয়েছে ২৬৬৩ শিক্ষার্থী। ছেলে ১৪২৭ ও মেয়ে ১২৩৬ জন। মোট পাস ৭৫ হাজার ৩৭৪ জন। সিলেট শিক্ষা বোর্ড থেকে এবার পরীক্ষায় অংশ নেয় ৯৩ হাজার ৯১৫ জন শিক্ষার্থী। এর মধ্যে মোট পাস করে ৭৫ হাজার ৩৭৪ জন আর অকৃতকার্য হয়েছে ১৮ হাজার ৫৪১ জন।
৪ মে ২০১৭/এমটিনিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে