সোমবার, ০৮ মে, ২০১৭, ১১:১৩:১৭

দুর্গাপুরে কালবৈশাখীর তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি

দুর্গাপুরে কালবৈশাখীর তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি

নেত্রকোনা থেকে: নেত্রকোনার দুর্গাপুরে গত শনিবার রাত ৯টার দিকে কালবৈশাখীর তাণ্ডবে পৌরসভাসহ উপজেলার ৭টি ইউনিয়নে ধর্মীয় প্রতিষ্ঠানসহ প্রায় শতাধিক কাঁচাপাকা বাড়িঘর, শত শত গাছপালা ভেঙে পড়েছে।

সরেজমিনে দেখা যায়, সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে পৌরসদরে প্রাচীনতম দশভূজা বাড়ি মন্দির ও  সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়ে প্রায় ২ শতাধিক বছরের পুরানো সুসঙ্গ জমিদারদের হাতে রোপণ করা বিরল প্রজাতির বিশাল কাঠালি চাঁপা গাছ ঝড়ে ভেঙে গিয়ে প্রাচীনতম দশভূজা বাড়ি মন্দিরের মার্কেটের ঘরের উপর পড়ে সম্পূর্ণরুপে বিধ্বস্ত হয় এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক ভবনের উপর উক্ত গাছের একটি অংশ পড়ে ভবনের মাঝের ভিম ও ছাদে ফাটল দেখা দেয়।

এ ছাড়া বাগিচাপাড়ার শ্মশান কালীমন্দিরের দেয়াল ধসে পড়ে। কালবৈশাখীর তাণ্ডবে ক্ষতিগ্রস্ত মন্দিরগুলো উপজেলা চেয়ারম্যান মোঃ এমদাদুল হক খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ, পৌর মেয়র হাজী মাওঃ আব্দুস সালাম, সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইয়ামিন হোসেন পরিদর্শন করেন। এছাড়াও উপজেলার কুল্লাগড়া, গাওকান্দিয়া, দুর্গাপুর সদর, বিরিশিরি, বাকলজোড়া, কাকৈরগড়া, চন্ডিগড় ইউনিয়নে কালবৈশাখীর তাণ্ডবে শতাধিক পুরোনো গাছপালাসহ শতাধিক কাঁচাপাকা ঘর-বাড়ি ভেঙে পড়েছে।
এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে