বৃহস্পতিবার, ১১ মে, ২০১৭, ০৯:১৭:৩১

প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে সালাম করলেন মেয়র সাক্কু

প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে সালাম করলেন মেয়র সাক্কু

নিউজ ডেস্ক : কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) মেয়র হিসেবে শপথ নিয়েছেন মনিরুল হক সাক্কু। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে শপথ পাঠ করান। বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ শপথবাক্য পাঠ করানো হয়।

শপথ শেষে প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে সালাম করেন মেয়র সাক্কু। এসময় তার স্ত্রী আফরোজা জেসমিন টিকলীও প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে সালাম করেন। এ প্রসঙ্গে মেয়র সাক্কু বলেন, ‘তিনি (প্রধানমন্ত্রী) মুরব্বি। তাই তাকে সম্মান করেছি।’

গত ৩০ মার্চ অনুষ্ঠিত কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আঞ্জুম সুলতানা সীমাকে পরাজিত করে দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হন বিএনপি দলীয় প্রার্থী মনিরুল হক সাক্কু।

এর আগে ২০১২ সালের ৫ জানুয়ারি কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনেও আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সীমার বাবা অধ্যক্ষ আফজল খানকে পরাজিত করে সিটি করপোরেশনের প্রথম মেয়র নির্বাচিত হয়েছিলেন সাক্কু।
১১ মে, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে