শনিবার, ০৩ জুন, ২০১৭, ০১:৩০:৩৩

এমপি বদি কোনোদিন সরকারি বা জনগণের টাকা আত্মসাৎ করেনি : ওবায়দুল কাদের

এমপি বদি কোনোদিন সরকারি বা জনগণের টাকা আত্মসাৎ করেনি : ওবায়দুল কাদের

কক্সবাজার থেকে : ঘূর্ণিঝড় ‘মোরা’য় দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণে উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আবদুর রহমান বদির ওপরই আস্থা রাখলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার টেকনাফের টেকনাফ শাহপরীর দ্বীপে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণকালে ওবায়দুল কাদের বলেন, ‘এমপি বদি আপনাদের নেতা। সে দিন-রাত পরিশ্রম করে আপনাদের জন্য। বিভিন্ন সময় বদিকে নিয়ে অনেক সংবাদ প্রকাশিত হয়। কিন্তু কোনোদিন বদির বিরুদ্ধে সরকারি বা জনগণের টাকা আত্মসাতের খবর পাইনি। বদি জনগণের হক শত ভাগ জনগণের কাছেই পৌঁছিয়েছেন।’

তিনি আরো বলেন, ‘ঘূর্ণিঝড়ের পরের দিন থেকে সে নিজে সবার পাশে দাঁড়িয়েছে। আজকে তার অনুরোধেই অনেক দুর হেঁটে, বোটে চড়ে আমরা এখানে এসেছি। না আসলে এখানকার মানুষের কষ্টের কথা জানতাম না।’ ওবায়দুল কাদের এ সময় এমপি বদিকে ক্ষতিগ্রস্তদের তালিকা করে দ্রুত তাদের পুনর্বাসনের করণীয় ঠিক করতে বলেন।

সেতুমন্ত্রী বলেন, এরইমধ্যে বেড়িবাঁধ নির্মাণের বাজেট হয়েছে। আশা করি, কয়েকমাসের মধ্যে এর কাজ শুরু হবে। এছাড়া রাস্তা নির্মাণের ব্যাপারে তিনি দ্রুত পদক্ষেপ নেবেন বলে জানান।

এ সময় আরো বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীসহ অন্যান্য নেতারা।

৩ জুন, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে