মঙ্গলবার, ০৬ জুন, ২০১৭, ১২:০৫:১৫

হিন্দুদের গালাগালি, প্রতিবাদ করায় পিটিয়ে হত্যা!

হিন্দুদের গালাগালি, প্রতিবাদ করায় পিটিয়ে হত্যা!

রংপুর থেকে : হিন্দু সম্প্রদায়ের লোকজনকে গালাগাল করার প্রতিবাদ করায় রংপুরের মিঠাপুকুরে ইউনিয়ন পরিষদের নারী সদস্যের স্বামীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। গত শনিবার গভীর রাতে উপজেলার রাণীপুকুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে তাকে পেটানো হয়। গতকাল রবিবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহত সামছুল আলম (৪৭) রাণীপুকুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য জনতা বেগমের স্বামী। তিনি রামচন্দ্রপুর গ্রামের মৃত ইউসুব আলীর ছেলে। অভিযুক্ত শাহীন মিয়ার বাবা আব্দুস সোবহান বলেন, ‘আমার ছেলে মাতাল হয়ে মানুষ হত্যা করেছে, আমি তার শাস্তি চাই। ’

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার গভীর রাতে রামচন্দ্রপুর গ্রামের হিন্দু সম্প্রদায়ের লোকজনকে গালাগাল করছিলেন শাহীন মিয়া (৪৫) নামের এক ব্যক্তি। তিনি একই গ্রামের আব্দুস সোবাহানের ছেলে।

এলাকাবাসী জানায়, মাতাল হয়ে শাহীন যখন হিন্দু সম্প্রদায়ের লোকজনকে গালাগাল করছিলেন তখন প্রতিবাদ করেন ইউপি সদস্য জনতা বেগম। এ সময় শাহীন তাকে মারধর করেন। ঘটনাটি জনতা বেগম তার স্বামী সামছুল আলমকে জানালে তিনি ঘটনাস্থলে আসেন। তখন শাহীন লোহার রড দিয়ে তাকে বেধড়ক মারধর করেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। আশপাশের লোকজন সামছুলকে গুরুতর অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে। ঘটনার পরপরই শাহীন মিয়া ও তাঁর পরিবারের লোকজন গাঢাকা দিয়েছে।

এলাকার গোলাম রব্বানী ও জাহিদুল ইসলাম জানান, হিন্দু সম্প্রদায়ের লোকজনকে গালাগালের প্রতিবাদ করায় প্রাণ দিতে হলো সামছুল আলমকে। শাহীন প্রায়ই মাতাল হয়ে এলাকাবাসীর ওপর চড়াও হতেন।

ইউপি সদস্য জনতা বেগম বলেন, ‘মাতাল হয়ে স্থানীয় লোকজনকে গালাগাল করছিল শাহীন। আমি প্রথমে এর প্রতিবাদ করি। এতে শাহীন আমার ওপরও আক্রমণ করে। পরে আমার স্বামী ঘটনাস্থলে আসলে শাহীন লোহার রড দিয়ে তাকে বেধড়ক মারধর করে। ’

হিন্দু সম্প্রদায়ের লোকজন জানায়, শাহীন প্রতিদিনই মাতাল হয়ে তাদের গালাগাল করতেন। এর প্রতিবাদ করলে তিনি তাদের মারধরও করতেন। ভয়ে তারা কেউ মুখ খুলত না।

মিঠাপুকুর থানার ওসি মোজম্মেল হোসেন বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। অভিযুক্ত শাহীনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
জুন, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে