রবিবার, ১৮ জুন, ২০১৭, ০১:০৯:২৩

লাশের গন্ধে বাতাস ভারি হয়ে উঠেছে : আরিফুল হক

লাশের গন্ধে বাতাস ভারি হয়ে উঠেছে : আরিফুল হক

সিলেট থেকে : লাশের গন্ধে আজ দেশের বাতাস ভারি হয়ে উঠেছে। ভীত সন্ত্রস্ত্র সরকার ক্ষমতা হারানোর ভয়ে দিশেহারা হয়ে সিলেক্টেড কিলিংয়ে মেতে উঠেছে বলে মন্তব্য করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র ও কেন্দ্রীয় বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী।

তিনি বলেন, ‘তারা গুম, খুন, ক্রসফায়ারের মাধ্যমে মুক্তিকামী জনতাকে দমিয়ে রাখার সকল অপচেষ্টায় ব্যর্থ হয়ে অভিনব দমন নীতির মাধ্যমে নব্য হিটলারের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। কিন্তু সকল রাষ্ট্রীয় ষড়যন্ত্র উপেক্ষা করে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সূদৃঢ় নেতৃত্বে ঐক্যবদ্ধ নেতাকর্মীরা আন্দোলনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠায় বদ্ধ পরিকর। তাই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে অবৈধ সরকারের সকল ষড়যন্ত্র সমূলে উৎপাঠন করতে হবে।’

তিনি ১৭ই জুন শনিবার বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল, মুক্তিযোদ্ধা দল, ছাত্রদল, জাসাস, মহিলা দল, তাঁতী দল ও ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

নগরীর শিবগঞ্জস্থ সোনারগাঁও কমিউনিটি সেন্টারে মহানগর বিএনপির প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক আমিরুজ্জামান চৌধুরী দুলুর সভাপতিত্বে তিনি আরো বলেন, ইলিয়াস আলীকে গুমের খেসারত আওয়ামী লীগকে যুগ যুগান্তর পর্যন্ত দিতে হবে। তাই অনতিবিলম্বে দেশের সকল গুমকৃত ব্যক্তিদের ফিরিয়ে দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের সদস্য সচিব এড. এটিএম ফয়েজ ও মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক কাউন্সিলর দিনার খান হাসুর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মহানগর ঈমাম সমিতির সভাপতি মাওলানা আবুল কাশেম।
জুন, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে