শুক্রবার, ১৪ জুলাই, ২০১৭, ০৪:০৮:৫০

সিরাজগঞ্জে ভেঙে যাওয়া বাধ মেরামতে সেনাবাহিনী

 সিরাজগঞ্জে ভেঙে যাওয়া বাধ মেরামতে সেনাবাহিনী

নিউজ ডেস্ক : বানের পানির তোড়ে সিরাজগঞ্জের উজানে বাহুকা নামক স্থানে পানি উন্নয়ন বিভাগের নবনির্মিত রিং বাধের প্রায় ৩০ মিটার ভেঙ্গে হু হু করে পানি ঢুকেছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় আকস্মিকভাবে ওই বাধ ভেঙে যায়। এ ঘটনায় বাহুকাসহ আশপাশের এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন।

শুক্রবার সকালে সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশনের রিভার কোরের মেজর সাইফুল ইসলামের নেতৃত্বে সেনা সদস্যদের তত্বাবধানে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড ঠিকাদার নিয়োগ করে বাধ সংস্কারে কাজ শুরু করেছে।

এলাকার হাজারো মানুষ স্বেচ্ছাশ্রম দিয়ে বাধ রক্ষার কাজ করে যাচ্ছেন। এদিকে বাধ ভেঙে এর অভ্যন্তরে বাহুকা, চিলগাছা, ইটালী, ভেওয়ামারা ও গজারিয়াসহ বিভিন্ন এলাকা বন্যার পানিতে তলিয়ে গেছে।

রাতেই স্থানীয়রা বাধ মেরামতে স্বেচ্ছাশ্রমে কাজ শুরু করেন। প্রাথমিকভাবে বালি ভর্তি জিও ব্যাগ ফেলে ভাঙা অংশ মেরামতের চেষ্টা চলছে।   

পাউবোর নির্বাহী প্রকৌশলী সৈয়দ হাসান ইমাম জানিয়েছেন, মেরামতের কাজ চলছে, এতে আতঙ্কের কিছু নেই।

এদিকে যমুনায় বানের পানি কমতে শুরু করায় মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে। পানি উন্নয়ন বিভাগের বগুড়া অঞ্চলের তত্বাবধায়ক প্রকৌশলী বাবুল চন্দ্র শীলও বাধের কাজের সার্বিক তত্বাবধান করছেন।

বাধ ভাঙার খবরে উদ্বেগ প্রকাশ করে এলাকার মানুষকে শান্ত থাকার আহ্বান জানিয়ে এক বিবৃতি দিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

তিনি বলেছেন বাধের ভাঙা অংশ দ্রুততম সময়ের মধ্যে সংস্কার এবং এর অভ্যন্তরে ক্ষয়ক্ষতি যাতে কম হয় সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে।
এমটিনিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে