বুধবার, ২৬ জুলাই, ২০১৭, ০৬:৩৯:৫৩

পলাশে ৩০ মণ মাছের পোনা অবমুক্তকরণ

পলাশে ৩০ মণ মাছের  পোনা অবমুক্তকরণ

তারেক পাঠান পলাশ প্রতিনিধি: নরসিংদীর পলাশ  উপজেলার মৎস্য অধিদপ্তরের অর্থায়নে (উন্মুক্ত জলাশয়ে বিল নার্সারী স্থাপন ও পোনা মাছ অবমুক্তকরণ) প্রকল্পের আওতায় ঘোড়াশাল করতেতৈল বড়বিলে রুই,কাতলা,মৃগেল, কালি বাহসহ,বাটা মাছের ১২০০কেজি (৩০)মণ মাছের পোনা অবমুক্তকরণ করা হয়েছে ।

আজ মঙ্গলবার দুপুরে ঝুম বৃষ্টির মাঝে উপজেলা মৎস্য অফিসার রুবানা ফেরদৌসীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত  থেকে এ মাছের পোনা অবমুক্ত করেন পলাশ উপজেলা চেয়ারম্যান জনাব সৈয়দ জাবেদ হোসেন ।

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপন্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা সুলতানা লাকী, এ সময় আর ও উপস্থিত ছিলেন,উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ উপজেলা মৎস্য দপ্তরের কর্মচারীগন ।
উল্লেখ্য যে ,উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ করার কিছুদিন আগে অএ  বিলের মাঝে নার্সারী স্থাপন করে ২.৫০ কেজি রেণু থেকে ঐ ১২০০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয় ।
এমটিনিউজ২৪ডটকম/এএস/প্রতিনিধি

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে